শিবকুমার না সিদ্দারামাইয়াকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হবে তার সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। সূত্রের খবর ১ ডিসেম্বর শীতকালিন অধিবেশন শুরু হওয়ার আগেই দলের পক্ষ থেকে এই বিষয় চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর এই দুই নেতার সাথে দিল্লিতে বৈঠকে বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীত্ব নিয়ে শিবকুমার এবং সিদ্দারামাইয়ার দ্বন্দ ফের নতুন করে সামনে এসেছে। ২০২৩ সালে যখন কংগ্রেস কর্ণাটকে জয়ী হয় তখনও এই সমস্যা তৈরি হয়েছিল। সেই সময় শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী করে শিবকুমারকে করা হয় উপ-মুখ্যমন্ত্রী। সম্প্রতি শিবকুমার ঘনিষ্ট বিধায়কদের পক্ষ থেকে দাবি তোলা হয় দলীয় নেতৃত্বের কথা অনুযায়ী সিদ্দারামাইয়ার আড়াই বছরের মুখ্যমন্ত্রীত্বের মেয়াদ শেষ হয়েছে, এবার শিবকুমারকে ওই পদে বসানো হোক। দিল্লিতে গিয়ে কয়েকজন বিধায়ক দলীয় নেতৃত্বের কাছে এই দাবি জানিয়েও এসেছে।
এই বিতর্কের মধ্যেই শিবকুমার এক্সহ্যান্ডেলে লিখেছেন, কর্ণাটকের ১৪০টা বিধায়ক কংগ্রেসের বিধায়ক। মুখ্যমন্ত্রী এবং আমি দুজনেই শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে চলতে বাধ্য।
বিধায়কদের দিল্লিতে শীর্ষ নেতাদের সাথে দেখা করার প্রসঙ্গে শিবকুমার বলেন, ‘‘মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয় নিয়েই বিধায়করা দিল্লি গিয়েছিলেন নেতৃত্বের সাথে দেখা করার জন্য।’’
শিবকুমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়াই পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন। শিবকুমার বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন তিনি পাঁচ বছর মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করবেন। আমরা তার সাথে কাজ চালিয়ে যাবো।’’
Karnataka
শীতকালিন অধিবেশন শুরুর আগে কর্ণাটকের সমস্যা মেটাতে চায় কংগ্রেস
×
Comments :0