Couple Murdered

ভাতারে দম্পতি খুনের অভিযোগ

জেলা

ভাতাড়ে দম্পতি খুনের পর বাড়ির সামনে জটলা তৈরি হয়েছে।

শনিবার সন্ধ্যা নিখোঁজ  ছিলেন নিঃসন্তান দম্পত্তি। বাড়ির গেটে তালা ঝোলানো ছিল। ফোনেও যোগাযোগ করতে পারেনি পরিবারের লোকজন। মঙ্গলবার ভাতার থানা থেকে ১০০ মিটার দুরত্বে এক দম্পতি’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিন বিকেলে গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকতেই ঘরের ভিতরে দম্পতির মৃতদেহ দেখতে পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রবীন্দ্রপল্লী এলাকায়।
অভিযোগ এই দম্পতি নিঃসন্তান ছিলেন। সম্পত্তির লোভে খুন করা হয়েছে স্বামী-স্ত্রী ২জনকেই। গত ২দিন ধরেই ফোনে পাওয়া যাচ্ছিল না এই পরিবারকে। তারপর তাঁর নিকট আত্মীয়রা এসে দেখেন ঘরে বাইরে থেকে তালা মেরে দিয়ে গেছে কারা। তাতেই সন্দেহ হয় ভাতার থানার পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তালা ভেঙ্গে মৃত অবস্থায় ওই দম্পত্তিকে উদ্ধার করে। মৃত ব্যাক্তিদের নাম অভিজিৎ যশ ও ছবিতা যশ। 
এদিন বিকালে ছবিতা যশের বোন শ্যামলী কোঙার অভিযোগ করে বলেন, ‘‘সম্পত্তির লোভে তাঁর দিদি এবং জামাইবাবুকে হত্যা করা হয়েছে। এই হত্যা নাকি বাড়ির লোকরাই করেছেন এমন অভিযোগ করা হয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে এদিনই ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 
এদিন জোড়া মৃত্যুর খবর ভাতাড়ে ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। বাড়ির সামনে জটলা তৈরি হয়। কান্নার রোল কানে আসে। এলাকার মানুষের দাবি খুনী যে বা যারা হোক তাদের গ্রেপ্তার করতে হবে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে রাত পর্যন্ত খুনীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খুন হওয়া মহিলার দিদি শ্যামলী কোঙার অভিযোগ করেছেন যদি ডাকাত’রা এই ঘটনা ঘটাতো তাহলে বাইরে থেকে নতুন তালাচাবি মেরে যেতো না। সম্পত্তির লোভেই খুন করা হয়েছে এই দম্পত্তিকে এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। 

Comments :0

Login to leave a comment