Bangla Bachao Yatra

মানুষের কথা তুলে ধরবে বাংলা বাঁচাও যাত্রা, বললেন সেলিম

রাজ্য বাংলা বাঁচাও যাত্রা

‘রুটি-রুজি, শিক্ষা, স্বাস্থ্য মানুষের দৈনন্দিন যেই দাবি দাওয়া সেই কথা উঠে আসবে বাংলা বাঁচাও যাত্রায়। বহুমাত্রিক এই যাত্রায় প্রান্তিক মানুষের কথা উঠে আসবে।’ বৃহস্পতিবার বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার থেকে কোচবিহারে তুফানগজ্ঞ থেকে শুরু হবে সিপিআই(এম) এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা। ১৭ ডিসেম্বর শেষ হবে কামারহাটিতে। সেলিম বলেন, ‘আগামীকাল কোচবিহারে পঞ্চানন বর্মা এবং আব্বাসউদ্দিনের জন্মস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।’ তিনি বলেন, বামফ্রন্ট সরকার আব্বাসউদ্দিনের ১০০ বছর পালন করেছিল। কিন্তু এই সরকার আব্বাসউদ্দিনের ১২৫ বছর তা পালন করছে না। আমরা আব্বাসউদ্দিন, পঞ্চান্ন বর্মার অবদানের কথা মাথায় রেখে তাদের সম্মান জানিয়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু আগে অনুষ্ঠান করবো। 
সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘জেলা গত ভাবে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল হবে। বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়ায় জেলা ভিত্তিক মিছিল হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলী জেলা মিছিল করে মূল ধারায় যুক্ত হবে।’ 
পরিযায়ী শ্রমিক, বিড়ি শ্রমিক, গিগ শ্রমিক, রেগা শ্রমিকের দাবি থাকবে কর্মসূচিতে। থাকবে ক্ষুদ্র ঋণের জাল থেকে মহিলাদের বাঁচানোর দাবিও। 
সেলিম বলেন, বামফ্রন্ট সরকারের সময়ে বিষয় ছিল ক্ষুদ্র সঞ্চয়। এখন চলছে ক্ষুদ্র ঋণের নামে ঋণগ্রস্ততা। কেরালায় স্বনির্ভর গোষ্ঠীর বিপুল সম্পদ হয়েছে। আমাদের রাজ্যে তাকে ধ্বংস করা হয়েছে।
এর আগে তৃণমূল চিট ফান্ডের দালাল, প্রোমোটার, মালিক হয়েছে। এখন তারাই এমএফআই চালিয়ে লক্ষ লক্ষ মহিলাকে ঋণগ্রস্ত করছে। কেন্দ্র সুদের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে।
তিনি জানান, ‘বাংলার মেয়েদের বাঁচাও’ স্লোগানও রয়েছে যাত্রায়। তিনি বলেন, পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছে। এখন তৃণমূলের নেতারা তৃণমূলের মহিলা সদস্যদের ধর্ষণ করছে। পাঁশকুড়া হাসপাতাল, সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ হয়েছে। তৃণমূল নেতারা দায়ী। আদিবাসী মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে। 
তিনি বলেন যে অনলাইন জুয়া, মদ, ডিয়ার লটারিতে তৃণমূলের লাভ হচ্ছে। সব হচ্ছে ভাইপোকে তোলা দিয়ে। অসংখ্য পরিবারকে ভাঙছে, গ্রামে লুটের রাজত্ব কায়েম হচ্ছে, মস্তান বাহিনী বাড়ছে, গার্হস্থ্য হিংসা বাড়ছে। খেটে খাওয়ার বদলে সস্তা বিকৃত পথের হাতছানি দেওয়া হচ্ছে। তা থেকে বাংলাকে বাঁচানোর ডাক দেওয়া হয়েছে। 
যাত্রা কর্মসূচিতে পদযাত্রা, বাইক থাকবে। জেলা এবং স্থানীয় স্তরে স্থানীয় দাবিতেও হবে মিছিল কর্মসূচি। 
জমির অধিকার, কৃষিজমি লুট থেকে জলাভূমি লুট, নদী ভাঙনে বিপর্যস্ত জনতার পক্ষে দাবি এবং প্রচারও চালাবে সিপিআই(এম)।  
সেলিম বলেন, ইংরেজদের সময়ে তাঁতিদের জীবিকা ধ্বংস করা হয়েছিল। আজ ক্ষুদ্র উৎপাদকদের এভাবেই ধ্বংস করা হচ্ছে। কৃষকদের কৃষিজমি থেকে উৎখাত করার চেষ্টা হচ্ছে। মৎস্যজীবীদের জলাভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। চা-বাগানেও উচ্ছেদের চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র থেকে বাংলাকে বাঁচাতে হবে।

Comments :0

Login to leave a comment