সিপিআই(এম) বেহালা পশ্চিম-১ এরিয়া কমিটির অন্তর্গত কলকাতা কর্পোরেশনের ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার রক্তদান শিবির হয়। শীল ঠাকুরবাড়ি পার্টি অফিসে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে এই শিবির হয়। মোট ৫৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে যুবতীর সংখ্যা ১০। ব্লাড ব্যাঙ্কের কর্মীদের আসতে দেরি হওয়ায় বেশ কিছু রক্তদাতা রক্তদান না করেই ফেরত গিয়েছেন।
এই শিবিরের উদ্বোধন করেন কলকাতা জেলার সিপিআই(এম) নেতা কৌস্তভ চ্যাটার্জি। শিবিরে এসে রক্তদাতাদের উৎসাহিত করেন জেলা সম্পাদক কল্লোল মজুমদার এবং সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব। তাঁরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়াও বেহালা অঞ্চলের সিপিআই(এম) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন আশিস বোস।
এদিনের শিবির ঘিরে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। শিবির সফল করতে পার্টি বৃত্তের বাইরে থাকা বহু মানুষ ও ব্যবসায়ীরা আর্থিক ও অন্যান্য সহযোগিতা করেছেন। এই অংশের বেশ কয়েকজন রক্তদানও করেন এইদিন। শিবিরের খবর পেয়ে পার্টি অফিস সংলগ্ন বাজারের ব্যবসায়ীদের একটা অংশ এগিয়ে এসে রক্তদান করেছেন।
Comments :0