দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা করলো সিপিআই(এম) পলিটব্যুরো। মঙ্গলবার পলিটব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দিল্লিতে যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার তীব্র জানানো হচ্ছে। এর পাশাপাশি এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত আরগ্য এবং সঠিক চিকিৎসার দাবি জানিয়েছে পলিটব্যুরো। সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে সতর্ক থাকার জন্য এবং কোন প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখার জন্য।
বিবৃতিত পলিটব্যুরো বলেছে, দিল্লির আশ পাশের এলাকা থেকে বিপুল পরিমানে বারুদ উদ্ধার এবং লাল কেল্লার কাছে এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে কোন সন্ত্রাসবাদী চক্র কাজ করছে। সরকারের দায়িত্ব এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার।
গতকালের ঘটনার পর সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি এক্সহ্যান্ডেলে লেখেন, ‘লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনা দায়ক। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি, আহতদের দ্রুত আরগ্য কামনা করছি। সরকারের কাছে আবেদন আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করার। এর পাশাপাশি তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে যুক্ত যারা তাদের বের করতে হবে।’
CPIM Polit Bureau
সতর্ক থাকার এবং শান্তি বজায় রাখার আবেদন পলিটব্যুরোর
×
Comments :0