মাঝরাতে চেন্নাই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মনডউস (Mandous)। ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার আগে থেকেই তামিলনাড়ুতে (Tamilnadu) শুরু হয়েছে বৃষ্টি। তবে শুক্রবার রাত থেকে শনিবার বিকে পর্যন্ত ব্যপক বেষ্টির পূর্বাভাষ রয়েছে সে রাজ্যে। ইতিমধ্যেই চেন্নাই সহ ১২টি জেলায় স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে চেন্নাইয়ের সমস্ত পার্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মনুষের সমুদ্রে সৈকতে যাওয়ার ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র সৈকতের ধারে সমস্ত দোকানও বন্ধ রাখঅর নির্দেশ রয়েছে।
বৃহষ্পতিবার বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। উত্তাল রয়েছে সমুদ্র। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মনডউস শুক্রবার গভীর রাতে বা শনিবার ভোরে আছড়ে পড়তে পারে চেন্নাই নিকটবর্তী মামাল্লাপুরমে। হাওয়ার গতীবেগ থাকবে ঘন্টায় ৬৫-৭৫ কিমি। শনিবার বিকেলের পর থেকে ঘূর্নিঝড় দুর্বল হতে থাকলেও বৃষ্টি হবে। তামিল সরকার প্রায় ৫,০৯৩টি শরনার্থী শিবিরের ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।
Comments :0