Sujit Basu

সুজিত বসুর অফিসে ইডি হানা

রাজ্য কলকাতা

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস এবং হোটেলে ইডি হানা। শুক্রবার সকালে ভিআইপি রোডে সুজিতের অফিসে যান ইডি আধিকারিকরা। দুই জায়গায় একসাথে চলছে তল্লাসি। উল্লেখ্য ২০২৪ এর ১২ জানুয়ারি এই একই মামলায় ১৪ ঘন্টা ধরে সুজিত বসুর বাড়িতে তল্লাসি চালায় ইডি। সেই সময় সাংবাদিক সম্মেলন করে সুজিত বসু দাবি করেছিলেন যে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা কোন কিছু বাজেয়াপ্ত করেননি। এই সময়কালে পৌরসভা নিয়োগ দুর্নীতি সুজিত বসুকে তলবও করেনি ইডি।
কেম ২১ মাস পর সুজিতের অফিসে হঠাৎ কেন তল্লাসি, ইডি সূত্রে খবর তারা জানতেন না যে সুজিতের অফিস রয়েছে ভিআইপি রোডে।
অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও তল্লাসি চালাচ্ছে ইডি। এর আগে নিতাইয়ের বাড়ি থেকে সাত পাতার তথ্য পাওয়া যায় নিয়োগ সংক্রান্ত বিষয়।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেপ্তার করার সময় সামনে আসে পৌরসভা নিয়োগ দুর্নীতির বিষয়টি। সেখান থেকে বিভিন্ন নথি থেকে পাওয়া যায় তৃণমূল পরিচালিত একাধিক পৌরসভায় বেআইনি নিয়োগের বিষয়টি। সামনে আসে সুজিত বসুর নাম। সেই সূত্রে ধরে সুজিতের বাড়ি এবং নিতাইয়ের বাড়ি হয় তল্লাসি।

Comments :0

Login to leave a comment