Election Commission

৩০ দিনের মধ্যে জমা দিতে হবে দলীয় সংবিধান রাজনৈতিক দলগুলোকে চিঠি কমিশনের

জাতীয়

এসআইআরের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকারের ওপর আঘাত এনেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে তারা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী ৩০ দিনে মধ্যে সবাইকে নিজেদের দলের সংবিধানের কপি কমিশনের কাছে জমা দিতে হবে। 
সোমবার কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে চিঠি দেওয়া হয়েছে এই বিষয়। বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের সংবিধান কমিশনের কাছে জমা দিতে হবে। কমিশনের তরফে যুক্তি দলীয় সংবিধান একটি দলের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে। সূত্রের খবর রাজনৈতিক দলগুলোর সংবিধান নিজেদের সাইটে আপলোড করতে পারে কমিশন।
এই প্রসঙ্গে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, ‘সব দলের নিজস্ব সাইট রয়েছে। সেখানে তাদের নিজেদের দলের সংবিধান আপলোড করা আছে। কমিশন সেখান থেকে নিয়ে নিতে পারে, একটু খেটে তারা সেই কাজটা করতে পারে।’

Comments :0

Login to leave a comment