Rahul Gandhi

ভোট চোরদের আড়াল করছে কমিশন : রাহুল গান্ধী

জাতীয়

ভোট চুরি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে ফের সরাসরি নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ‘ভোট চোর’দের নিরাপত্তা দিচ্ছেন। কর্ণাটকের উদাহরণ টেনে তিনি দাবি করে বেছে বেছে কংগ্রেস ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে।
জ্ঞানেশ কুমারের নাম নিয়ে রাহুল বলেন, ‘‘আমি জ্ঞানেশ কুমার ভোট চোরদের আড়াল করছেন, তাদের নিরাপত্তা দিচ্ছেন। ভারতীয় গণতন্ত্রকে যারা শেষ করছে সেই লোকদের রক্ষা করছেন তিনি।’’

কর্ণাটকের আলান্দ বিধানসভার ৬,০১৮ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এদিন দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, সেই কাজ করতে গিয়ে কাকতালীয়ভাবে ধরা পড়ে যায়, তিনি অভিযোগ করেন যে কংগ্রেসের ভোটারদের নাম পদ্ধতিগতভাবে মুছে ফেলা হচ্ছে।
রাহুল বলেন, ‘বুথ-স্তরের কর্মীরা লক্ষ্য করেন যে তার কাকার ভোট মুছে ফেলা হয়েছে এবং দেখতে পান যে তার প্রতিবেশীর নামমুছে ফেলা হয়েছে। তিনি তার প্রতিবেশীকে জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়, সে জানায় যে তার এই নিয়ে কোনও ধারণা নেই। দেখা গেছে যে অন্য কোনও ব্যাক্তি প্রক্রিয়াটি চালিয়েছে এবং নামটি মুছে ফেলেছে। কিন্তু সে ধরা পড়ে গেছে।’ কে বা কারা এই কাজ করেছে সেই নিয়ে কোন কথা বলেননি রাহুল।
তিনি দাবি করেন যে কর্ণাটকের বাইরের মোবাইল নম্বর ব্যবহার করে স্বয়ংক্রিয় ভাবে এই নাম গুলো বাদ দেওয়ার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
এদিন রাহুল সাংবাদিক সম্মেলেনে এমন একজন ভোটারকেও ডেকেছিলেন যার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং যার নাম ব্যবহার করে নাম মুছে ফেলা হয়েছিল। উভয়েই এই বিষয়ে কোনও কিছু জানতেন না বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন।
লোকসভার বিরোধী দলনেতা বলেন, এই নাম মুছে ফেলার কাজটি একটি সফ্টওয়্যার ব্যবহার করে করা হচ্ছে।

রাহুল বলেন, সিআইডি ১৮ মাসে নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়েছে এবং কিছু খুব সহজ তথ্য জানতে চেয়েছে, যেমন যেখানে থেকে এই নাম বাতিলের আবেদন গুলি করা হয়েছিল এবং তার ওটিপি। কমিশন এই বিষয় কোন তথ্য দেয়নি। কংগ্রেস নেতার কথায় এই তথ্য সামনে আসলে কারা পিছন থেকে বিষয়টি পরিচালনা করছে তা সামনে চলে আসবে বলে কমিশন কোন তথ্য দিচ্ছে না।

কমিশনকে নিশানা করে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘নির্বাচন কমিশন জানে কে এটি করছে। আমি চাই ভারতের প্রতিটি তরুণ এটি জানুক। যারা এই তথ্য দিচ্ছে না, তারা গণতন্ত্রের খুনিদের রক্ষা করছে।’
১ সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রার সমাবেশ বক্তব্য রাখার সময় রাহুল বলেছিলেন যে তার দল শীঘ্রই ভোট চুরি সম্পর্কে একটি "হাইড্রোজেন বোমা" ফাটাবে যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কাছে মুখ দেখাতে পারবেন না।

গত মাসে, গান্ধী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তথ্য সামনে রেখে রাহুল দাবি করেছিলেন যে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে কারচুপির মাধ্যমে এক লক্ষেরও বেশি ভোট ‘চুরি’ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment