উয়েফা সুপার কাপের ম্যাচে বুধবার প্রথমবারের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপে । ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় পোল্যান্ডের রাজধানী ওয়ারশ‘র ন্যাশনাল ষ্টেডিয়ামে ম্যাচটি হবে।
গত মাসেই ফ্রান্সের পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন কিলিয়ান । আটাল্যান্টার বিরুদ্ধে সুপার কাপের ম্যাচে নামতে চলেছেন তিনি । কিছুদিন আগেই আমেরিকাতে ফ্রেন্ডলি টুর্নামেন্টে ছিলেন না এমবাপে। তাই সরকারি ভাবে রিয়ালের জার্সিতে এটাই তাঁর অভিষেক ম্যাচ। এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামের চতুর্ভুজ আক্রমন দেখার জন্য মুখিয়ে আছেন রিয়ালের সমর্থকরা।
অন্যদিকে গাসপেরেনির দল আটাল্যান্টা গত মরশুমে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জাভি আলোনসোর বায়ার্ন লেভারকুরসেনকে হারিয়ে ট্রফি জিতেছিল। দলে লুকম্যান, এডারসনের মতো খেলোয়াড়রা রয়েছেন। তবে এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো, বেলিংহামের চতুর্ভুজ আক্রমনকে কতটা সামাল দিতে পারবেন এই ইতালিয় দলটির ডিফেন্স তা নিয়ে যথেষ্ঠই সংশয় রয়েছে ।
Comments :0