দমদমের একাটি গেঞ্জি কারখানায় আগুন লাগল সোমবার সন্ধ্যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাশে থাম বস্তি একাকার মানুষের মধ্যে। ওই গেঞ্জি কারখানার আশপাশে বস্তি রয়েছে। তারাই খবর দেয় দমকল এবং পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন। জানা গেছে প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগে। সেই আগুন অন্য কারখানায় ছড়িয়ে পড়ে। ঘটনা দমদমের চিড়িয়ামোড়ের কাছে মিত্রবাগান একালায়। আগুন নিয়ন্ত্রণে আনতে রিতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। রাত যতো রাড়ছে দমকলের ইঞ্জিনের সংখ্যাও ততো বাড়ছে। শেষ পাওয়া খবরে জানা গেছে দমকলের ১৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকলকর্মী ও স্থানীয়দের প্রচেষ্টয় আগুন কিছুটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।
স্থানীয় ও পুলিশ সূ্ত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় দমদম সেভেন পয়েন্টের কাছে একটি গেঞ্জি কারখানায় আগন লাগে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কারখানায় দাহ্য পদার্থ মজুত ছিল সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় কারখানার কর্মীরা কাজ করছিলেন। আগুনের লেগেছে বুঝতে দেখে তারা বাইরে চলে আসেন। স্থানীয় মানুষ দমকলে খবর দেয়, তারাই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এমনকি আতঙ্কে গ্যাস সিলিন্ডারও তাঁরা নিরাপদ স্তাননে সরিয়ে ফেলেন। কারখানার পাশেই বস্তির মানুষ চেয়েছিলেন আগুন যাতে দ্রুত গোটা বস্তি গ্রাস না করে। তবে বস্তিতে আগুন ছড়িয়ে পড়েনি। হতাহতের কোনো খবর নেই।
FIRE
দমদমের গেঞ্জি কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৩ ইঞ্জিন
fire
×
Comments :0