Election Commission

আরও পাঁচ অবজার্ভার নিয়োগ কমিশনের, ভুয়ো ভোটার ধরতে চালু নতুন প্রযুক্তি

জাতীয় রাজ্য

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় আরও পাঁচজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করলো জাতীয় নির্বাচন কমিশন। এর আগে সুব্রত গুপ্তকে স্পেশাল রোল অবজার্ভার হিসাবে নিয়োগ করেছিল কমিশন। এবার যুক্ত করা হলো আরও পাঁচজনকে। রাজ্যের ৫টি ডিভিশনে এঁদের আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মেদিনীপুর ডিভিশনের অবজার্ভার নিরাজ কুমার বানসোড়, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, স্বরাষ্ট্র মন্ত্রক।
প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে কুমার রবি কান্ত সিংহ, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, প্রতিরক্ষা মন্ত্রক।
মালদহ ডিভিশনে আলোক তিওয়ারি, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, অর্থ মন্ত্রক।
জলপাইগুড়ি ডিভিশনে পঙ্কজ যাদব, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, গ্রামোন্নয়ন মন্ত্রক।
বর্ধমান ডিভিশনে কৃষ্ণ কুমার নিরালা, আইএএস, জয়েন্ট সেক্রেটারি, তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
অন্য দিকে ডুপ্লিকেট ভোটার খোঁজে তৎপর নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে একই নামে একাধিক ভোটার কারা? এঁরা আলাদা ব্যক্তি কি? তার তথ্য দিতে হবে বিএলওদের। সেই মতো বিএলওদের পোর্টালে নির্দিষ্ট অপশন চালু হচ্ছে সোমবার থেকে।  বিএলওদের অ্যাপেও চালু করা হয়েছে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন অপশন। এর মাধ্যমে একই নামের ব্যক্তিরা একই লোক, না আলাদা তা জানা যাবে।

Comments :0

Login to leave a comment