TMC MLA

স্পিকারের উপস্থিতিতে শপথ তৃণমূলের চার বিধায়কের

রাজ্য

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে মঙ্গলবার শপথ নিলেন তৃণমূলের চার বিধায়ক। সম্প্রতি চারটি বিধানসভার উপ-নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। জয়ী বিধায়কদের শপথ নিয়ে জটিলতা তৈরি হলেও স্পিকারের উপস্থিতিতে এদিন শপথ নিয়েছেন তারা। রাজ্যপাল ছিলেন না শপথগ্রহন অনুষ্ঠানে।
উল্লেখ্য মুকুটমণি এবং কৃষ্ণ কল্যাণী ২০২১ সালে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ থেকে জয়ী হন। তারপর যোগ দেয় তৃণমূলে। লোকসভা ভোটের আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তৃণমূল প্রার্থী হিসাবে তারা লোকসভায় প্রতিদ্বন্দিতা করেন। রানাঘাটে মুকুটমণি এবং রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী দুজনেই পরাজিত হন। 
২০২১ এর নির্বাচনে বাগদা থেকে জয়ী হয়েছিলেন বিজেপির বিশ্বজিৎ দাস। তারপর সেও যায় তৃণমূলে। লোকসভায় বনগাঁ আসন থেকে তৃণমূলের টিকিটে লড়লেও পরাজিত হন তিনি।
সাধন পান্ডের মৃত্যুর কারণে ফাঁকা হয় মানিকতলা আসনটি। সেই আসন থেকেও জয়ী হয়েছে তৃণমূল। 
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় ছিলেন। তিনি বলেন, ‘‘বিধায়কদের শপথ নেওয়ার অনুষ্ঠানে কেন রাজ্যপাল উপস্থিত নেই? তিনি বিষয়টাকে বিলম্বিত করতে চাইছেন। আইন অনুযায়ী রাজ্যপালের কাজ করা উচিত।’’

Comments :0

Login to leave a comment