তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকবেন কি না তা ঠিক করবে বিসিসিআই। বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন ভারতীয় পুরুষ ক্রিকেট দল কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার কাছে দুটি টেস্টেই পরাজিত হয়েছে ভারত। তারপরই কোচের ভূমিকা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, ‘‘আগেও বলেছি ভারতীয় ক্রিকেট আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।’’ তবে এদিন ব্যার্থতার দায় একার ঘাড়ে নেয়নি গম্ভীর। তিনি বলেন, এই ব্যার্থতার দায় ভারতীয় ক্রিকেট দলের সবার।
আসাম টেস্টে যে ভাবে ভারতীয় ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে তার সমালোচনা করেছেন এদিন ভারতীয় ক্রিকেট দলের কোচ। তার কথায় ভারতীয় ব্যাটিং অর্ডারের এই ব্যার্থতা কোন ভাবে মেনে নেওয়া যায় না। গম্ভীরের কোচিংয়ে ১৮টি টেস্ট সিরিজের মধ্যে ১০টিতে হেরেছে ভারত। দলে একাধিক পরিবর্তন নিয়ে বার বার সমালোচনায় পড়েছেন গম্ভীর।
India South Africa Test
দক্ষিণ আফ্রিকার কাছে হার দায় সবার : গম্ভীর
×
Comments :0