High Court

জানুয়ারি পর্যন্ত গ্রুপ সি, ডি’র ভাতায় স্থগিতাদেশ হাইকোর্টের

রাজ্য

গ্রুপ-সি এবং গ্রুপ-ডি চাকরিহারাদের ভাতা ২০২৬ এর ৩০ জানুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল মামলার শুনানি। 
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই নিয়ে মামলাও হয় হাইকোর্টে। 
মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন গ্রুপ সি’র চাকরিহারাদের ২৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে এবং যারা গ্রুপ ডি চাকরিহারাদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। 
এই ভাতা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, আদালতের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কীসের ভিত্তিতে এই টাকা দেওয়া হবে?
২০১৬ সালের এসএসসি প্যানেলে বাতিল হওয়ায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত।

Comments :0

Login to leave a comment