চতুর্থ ও তৃতীয় সেমিস্টার (সাপ্লিমেন্টারি) পরীক্ষার সময়ে ছাড় দেবে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। বুধবার সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের প্রায় ১০ মিনিট আগে প্রশ্ন পত্র এবং ওএমআরশিট দেওয়া হবে পরীক্ষার্থীদের। তবে এই বিষয় এখনও কোন চুড়ান্ত নেওয়া হয়নি বলে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। সময় বাড়ানো সংক্রান্ত প্রস্তাব বিকাশ ভবনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
চলতি বছর সেপ্টেম্বর মাসে ছিল উচ্চ-মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে। পরীক্ষা নিয়ে পড়ুয়া এবং অভিভাবকদের পক্ষ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। সময় মতো পাঠ্য বই না পাওয়ার যেমন অভিযোগ ছিল, তেমন ভাবে পরীক্ষার সময় নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক পড়ুয়া জানিয়েছেন তাদের নির্ধারিত সময় ওএমআরশিট দেওয়া হয়নি। আবার অনেক ক্ষেত্রে ওএমআরশিট পুরন করতে গিয়ে সময় গিয়েছে তাদের, সেই ক্ষেত্রে কোন বাড়তি সময় দেওয়া হয়নি। এবারই প্রথম ওএমআরশিটে হয়েছে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা।
২০২৬ এর ফেব্রুয়ারি মাসে উচ্চ-মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা। সেই পরীক্ষা ৪০ নম্বরে হলেও বড় প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। কোন ছোট প্রশ্ন থাকবে না। ফলে সময় নিয়ে এখন থেকেই অনেকের মধ্যে চিন্তা শুরু হয়ে গিয়েছে।
উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পড়ুয়াদের কথা মাথায় রেখে এবং পরীক্ষার সময় এক রেখে দশ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের।
সেই ক্ষেত্রে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা।
Higher Secondary Exam
উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় বাড়তে পারে ১০ মিনিট সময়
×
Comments :0