FLOOD DASPUR

নেই ত্রাণ, নেই জল, দাসপুরে তুমুল বিক্ষোভ পুলিশকে ঘিরে (দেখুন ভিডিও)

জেলা

চিন্ময় কর

সাত দিন দেখা নেই প্রশাসনের। নেই পানীয় জল, নেই ত্রাণ। দাসপুরের সামাটে প্রবল অব্যবস্থা। ক্ষোভে বন্যার্ত মানুষ অবরোধ করলেন ঘাটাল-মেদিনীপুর রাজ্য সড়ক। 
ক্ষোভ সামলাতে আসে পুলিশ। দাসপুরের ওসি-কে ঘিরে চলে তুমুল বিক্ষোভ। কোনওরকমে ক্ষমা চেয়ে নিস্তার পান তিনি।
সাত দিন দেখা নেই প্রশাসনের। কাঁসাই ও শিলাবতী দুই নদীরই জলে ১৭৭টি মৌজা জলের তলায়। পানীয় জলের তীব্র হাহাকার। 
ত্রাণে প্রশাসন নেই। অথচ ত্রাণের দাবিতে রাস্তায় নামলে পুলিশ প্রশাসনের হম্বিতম্বি শুরু হয়ে যাচ্ছে। ওসি ঘটনাস্থলে দলবল নিয়ে এসে একই আচরণ করেন বিপন্ন মানুষের সঙ্গে। মেজাজ দেখান, খারাপ ভাষায় কথা বলেন। 
এরপরই রুষে ওঠেন স্থানীয়রা। তাঁদের বলতে শোনা যায়, ‘আমাদের করের টাকায়, বন্যার রিলিফ ফান্ডের টাকায়, আমলা-মন্ত্রী-নেতাদের নিয়ে দামি মিনারেল ওয়াটার, স্যুপ, জুস বিরিয়ানি গেলা হচ্ছে। আর ত্রাণ চাইলে অসহায় মানুষের ওপর নোংরা আক্রমন।’
জনরোষের মুখে ওসি এবং সঙ্গে থাকা পুলিশ কার্যত পালিয়ে যায়।  
বন্যায় বিপর্যয়ের মুখে দাসপুরও। ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন। ফলে এলাকার উঁচু জায়গায় সাব মার্শিবল পাম্পও চালাতে হচ্ছে জেনারেটর দিয়ে। সেখান থেকেই পানীয় জল সংগ্রহ করতে কাতারে কাতারে মানুষ আসছেন।

Comments :0

Login to leave a comment