বেআইনি খনিতে নামানো হয়েছিল শ্রমিকদের। ভেতরে বিষাক্ত গ্যাস থাকতে পারে জেনেও সুরক্ষার কোনও ব্যবস্থা দেওয়া হয়নি। গুজরাটের সুরেন্দ্রনগরে বেআইনি কয়লাখনিতে দম আটকে মারা গিয়েছেন তিন শ্রমিক। তদন্তে নেমে গুজরাটের পুলিশকে গ্রেপ্তার করতে হয়েছে বিজেপি’র দুই নেতাকে।
সুরেন্দ্রনগরের ঘটনায় ক্ষোভ রয়েছে এলাকায়। লক্ষ্মণ দাভি, বিক্রম কেরালিয়া এবং খোদা মাকওয়ানা- মৃত তিন শ্রমিকেরই বয়স ৩২ থেকে ৩৫। দাভি সাঙ্গধরা গ্রামের বাসিন্দা। আর বিক্রম ওবং খোদা উনদভির বাসিন্দা।
দীর্ঘদিন ধরেই পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে বেআইনি কয়লা খনিতে বেআইনি উত্তোলনের অভিযোগ রয়েছে এলাকায়। তিন তরুণের মৃত্যুতে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে এলাকায়। তার জেরে রবিবার জোরকদমে তদন্তে নামতে হয় পুলিশকে। আটক করতে হয় বিজেপি নেতাদেরই।
পুলিশ জানিয়েছে, আটক খিমজি সারদীয়া সুরেন্দ্রনগরের মুলি এলাকার বাসিন্দা, জেলা পঞ্চায়েত বোর্ডের সদস্য সজনবেন সারদীয়ার স্বামী। সজনবেন জয়ী হন বিজেপি’র প্রার্থী হয়ে। ধৃত অপর অভিযুক্ত কল্পেশ পারমার মুলি পঞ্চায়েত সমিতির কার্যকরী সমিতির চেয়ারম্যান। তিনিও বিজেপি’র নেতা।
রায়সঙ্গপর এলাকা থেকে জনক অনিয়ারিয়া নামে আরেকজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। মুলি থানায় দায়ের হয়েছে এফআইআর। মৃত লক্ষ্মণ দাভির পরিবার জানিয়েছে যে তিনি ১৫ বছর ধরে কয়লা খনিতে যুক্ত। দিনে ৭০০ টাকা মজুরিতে নামানো হতো খাদানে। কিন্তু কখনও সুরক্ষা সরঞ্জাম দেওয়া হতে না। এমনকি হেলমেটও থাকত না।
পুলিশের বক্তব্য তদন্তে নেমে ভেট গ্রামের ওই খনি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অভিযুক্তরা গোপনে ফের খনি থেকে কয়লা তুলতে থাকে। তিন শ্রমিকই মাটি থেকে ৬০ ফুট গভীরে নেমে কাজ করছিলেন। বিষাক্ত গ্যাসেই দম আটকে মৃত্যু হয়েছে তাঁদের।
GUJARAT ILLEGAL MINING BJP
বেআইনি খনিতে দম আটকে মৃত্যু ৩ শ্রমিকের, গুজরাটে ধৃত বিজেপি নেতারা
×
Comments :0