সীমান্ত এলাকায় যৌথ নজরদারি চালাবে ভারতীয় এবং চিন সেনা। সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্র জানিয়েছেন যে, আলোচনার মাধ্যমে দুই পক্ষ সিদ্ধান্তে এসেছে সীমান্ত এলাকায় যৌথ নজরদারি চালানোর। প্রায় ৫০ থেকে ৬০ হাজার সেনা এই কাজে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।
দীর্ঘ চার বছর দুই দেশের মধ্যে এই বিষয় নিয়ে টানাপোড়েন রয়েছে তবে আলোচনা প্রক্রিয়াও জারি আছে। মাঝে এই প্রক্রিয়া খুব কার্যকর ছিল না করে একাংশ সঙ্কিত ছিল। পরবর্তী সময় সেই আলোচনা ফের শুরু হয়েছে।
India China Border
সীমান্তে যৌথ নজরদারি চালাবে ভারত - চিন
×
Comments :0