India South Africa Test

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২৪৭/৬

খেলা

গুয়াহাটি টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ২৪৭। ভারতের হয়ে একাই তিনটি ইউকেট নিয়েছেন কুলদীপ যাদব। চা বিরতির পর ভারতের হয়ে প্রথম উইকেট নেন কুলদীপ। 
৮২ রানেই ২ উইকেট পড়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসের হাল ধরেন ট্রিস্টান স্টাবস এবং বাভুমা। বেশ চাপে রেখেছিলেন ভারতীয় বোলারদের। ৮৪ রান করে এই জুটি। 
দক্ষিণ আফ্রিকার ওই জুটি ভাঙেন রবীন্দ্র জাডেজা। বাভুমাকে (৪১) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরান তিনি। এরপর স্টাবসও আউট হন ৪৯ রানে। কুলদীপের বলে আউট হন তিবি। ২০১ রানে ৫ উইকেট পড়ার পর টনি ডি জ়োরজ়ি এবং সেনুরান মুথুস্বামী জুটি বেশ কিছুটা টানে। তাদের ৪৫ রানের জুটি জ়োরজ়িকে আউট করে ভাঙেন সিরাজ। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার হয়ে অপরাজিত রয়েছেন মুথুস্বামী (২৫) এবং ভেরেনে (১)।

Comments :0

Login to leave a comment