আফগানিস্তানের সাথে নতুন করে কুটনৈতিক সম্পর্ক তৈরি করবে ভারত। তার সাথে সে দেশের প্রযুক্তি গত উন্নতিতে সাহায্য করবে ভারত। শুক্রবার আফগানিস্তানের বিদেশ মন্ত্রীকে পাশে নিয়ে একথা জানালেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।
চার বছর আগে আঘপানিস্তানের আভ্যন্তরিন পরিস্থিতির কারণের সেই দেশে ভারতীয় দুতাবাস বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। ফের কাবুলে ভারতীয় দুতাবাস খোলা হবে বলেও জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।
সম্প্রতি ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তিকী। ভারতের বিদেশ মন্ত্রীর সাথে তিনি বৈঠক করেন। সেই বৈঠকের পরই ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
Afghanistan India
কাবুলে ভারতীয় দুতাবাস শুরু করবে বিদেশ মন্ত্রক

×
Comments :0