Indian Detained in Ukrain

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে আটক ভারতীয় যুবক

জাতীয় আন্তর্জাতিক

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে হাতে আটক হলেন ভারতীয় যুবক। ইউক্রেন সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে আটক হওয়া যুবকের নাম সাহিল মহম্মদ (২২)। গুজরাটের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে এই বিষয় ভারত সরকার বা গুজরাট সরকারের পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। 
সংবাদমাধ্যম সূত্রে খবর ওই যুবক রাশিয়া পড়াশোনার জন্য গিয়েছিলেন, তারপর সেখানে থাকতে থাকতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে পড়েন। ইউক্রেন সংবাদমাধ্যমের দাবি তাকে জোড় করে সেনা বাহিনীতে যুক্ত করেছে রাশিয়া। তিনি স্বেচ্ছায় ইউক্রেন সেনার কাছে আত্মসম্পর্ন করেছেন। যদিও এই বিষয় সঠিক কোন তথ্য এখনও পাওয়া যায়নি। 
ইউক্রেন সেনার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে, রাশিয়া একটি মাদকচক্রের সাথে ওই যুবক জড়িয়ে পড়েন। সাত বছরের জেল হয় তার। রাশিয়ার পক্ষ থেকে তাকে বলা হয় যদি সে তাদের সেনা বাহিনীতে যুক্ত হন তবে তারা সাজা মুকুব করা হবে। সেই মতো সে সেনায় যুক্ত হয়।

উল্লেখ্য ইউক্রেনের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওয়ে যুবককে এই সব কথা বলতে শোনা গিয়েছে। গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে ভিডিও’র সত্যতা বিচার করা হয়নি।

Comments :0

Login to leave a comment