এক নজরে দেখে নেওয়া যাক এইবারের অলিম্পিক্স এ কাদের হাতে থাকবে ভারতের জয়ধ্বজা ওড়ানোর দায়িত্ব।
আথেলেটিক্স -
নিরাজ চোপড়া ( পুরুষ জ্যাভেলিন থ্রো) , কিশোর জেনা( পুরুষ জ্যাভেলিন থ্রো), অবিনাশ সাবলে ( পুরুষ ৩০০ মিটার স্টেপলচেজ) , পরমজিৎ সিং ( পুরুষ ২০ কিমি রেসওয়াক) , কিরণ পাহাল ( মহিলা ৪০০ মিটার রিলে রেস) , জেসউইন অলড্রিন (পুরুষদের লং জাম্প)পারুল চৌধুরী (মহিলাদের 3000 মিটার স্টিপলচেজ, মহিলাদের 3000 মিটার, প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলাদের 20 কিমি রেসওয়াক, ম্যারাথন রেস ওয়াক মিশ্র রিলে), অক্ষদীপ সিং (পুরুষদের 20 কিমি রেসওয়াক) , বিকাশ সিং (পুরুষদের 20 কিমি রেসওয়াক), পরমজিৎ বিষ্ট (পুরুষদের ২০ কিমি রেসওয়াক), সুরজ পানওয়ার (পুরুষদের 20 কিমি রেসওয়াক) , কিরণ পাহাল (মহিলাদের 400 মিটার, মহিলাদের 4x400 মিটার রিলে) , জ্যোতি ইয়ারাজি (মহিলাদের 100 মিটার বাধা) , সর্বেশ কুশারে (পুরুষদের হাই জাম্প) , আন্নু রানী (মহিলা জ্যাভলিন থ্রো) , তাজিন্দরপাল সিং তূর (পুরুষদের শট পুট) , আবদুল্লাহ আবুবকর (পুরুষদের ট্রিপল জাম্প) , প্রভীল চিত্রভেল (পুরুষদের ট্রিপল জাম্প) , অঙ্কিতা ধিয়ানি (মহিলাদের 5000 মিটার) , জ্যোথিকা শ্রী ডান্ডি, সুভা ভেঙ্কটেসন, ভিথ্যা রামরাজ, পুভম্মা মাচেতিরা রাজু (মহিলাদের 4x400 মিটার রিলে), মুহাম্মদ আনাস, মুহাম্মদ আজমল, আমোজ জ্যাকব, সন্তোষ তামিলরাসান, রাজেশ রমেশ (পুরুষদের 4x400 মিটার রিলে)
ব্যাডমিন্টন -
পিভি সিন্ধু , এইচএস প্রণয় , লক্ষ্য সেন , অশ্বিনী পোনপ্পা এবং তানিশা ক্রাস্টো (মহিলা ডাবলস), সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি (পুরুষ ডাবলস) ।
হকি-
ভারতীয় পুরুষ হকি দল (শ্রীজেশ পারাত্তু রভেন্দ্রন, জারমানপ্রীত সিং, অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং, সুমিত, সঞ্জয়, রাজকুমার পাল, শমসের সিং, মনপ্রীত সিং, হার্দিক সিং, বিবেক সাগর প্রসাদ, অভিষেক, সুখজিৎ সিং, ললিত কুমার উপাধ্যায়, মনদীপ সিং, গুরজন্ত সিং)
রিসার্ভ : নীলকান্ত শর্মা, জুগরাজ সিং, কৃষাণ বাহাদুর পাঠক ।
শুটিং -
পৃথ্বীরাজ টোন্ডাইমান , সন্দীপ সিং (পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার রাইফেল ) , স্বপ্নিল কুসলে (পুরুষদের ৫০ মিটার রাইফেল 3P) , ঐশ্বরী প্রতাপ সিং তোমর (পুরুষদের ৫০ মিটার রাইফেল 3P) , ইলাভেনিল ভালারিভান (মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার রাইফেল ) , সিফট কৌর সামরা (মহিলাদের ৫০ মিটার রাইফেল 3P) ,রাজেশ্বরী কুমারী , সরবজোত সিমঘ (পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল, 10 মিটার এয়ার পিস্তল ) ,অর্জুন বাবুতা (পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার রাইফেল ) ,রমিতা জিন্দাল (মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার রাইফেল ) ,মনু ভাকের (মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল, 10 মিটার এয়ার পিস্তল , মহিলাদের 25 মিটার পিস্তল) , অনীশ ভানওয়ালা (পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল), আঞ্জুম মুদগিল (মহিলাদের ৫০ মিটার রাইফেল 3P), অর্জুন চিমা (পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল, 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দল) , এশা সিং (মহিলাদের 25 মিটার পিস্তল), রিদম সাংওয়ান (মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল, 10 মিটার এয়ার পিস্তল ), বিজয়বীর সিধু (পুরুষদের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল), রাইজা ঢিলন (মহিলা স্কিট), অনন্তজিৎ সিং নারুকা (পুরুষদের স্কিট, স্কিট ), শ্রেয়সী সিং (মহিলা ফাঁদ), মহেশ্বরী চৌহান (মহিলা স্কিট, স্কিট )
সাঁতার
শ্রীহরি নটরাজ (পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক), ধীনিধি দেশিংহু (মহিলাদের 200 মিটার ফ্রিস্টাইল)
টেনিস
পুরুষদের ডাবলস (রোহান বোপান্না/এন শ্রীরাম বালাজি), সুমিত নাগাল, ভার উত্তোলন , মীরাবাই চানু (মহিলাদের 49 কেজি)
কুস্তি
ভিনেশ ফোগাট (মহিলাদের ৫০ কেজি), অন্তিম পাঙ্গল (মহিলাদের 53 কেজি), আংশু মালিক (মহিলাদের 57 কেজি), নিশা দাহিয়া (মহিলাদের ৬৮ কেজি), রিতিকা হুডা (মহিলাদের ৭৬ কেজি), আমান সেহরাওয়াত (পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি)
বক্সিং
লভলিনা বোরগোহাইন (মহিলা 75 কেজি), নিখাত জারিন (মহিলাদের ৫০ কেজি), প্রীতি পাওয়ার (মহিলাদের 54 কেজি), নিশান্ত দেব (পুরুষদের ৭১ কেজি) , অমিত পাংঘল (পুরুষদের ৫১ কেজি), জেসমিন ল্যাম্বোরিয়া (মহিলাদের 57 কেজি)
হর্স রাইডিং
আনুশ আগরওয়ালা
গলফ
শুভঙ্কর শর্মা (পুরুষ), গগনজিৎ ভূল্লর (পুরুষ) , অদিতি অশোক (মহিলা) , দীক্ষা ডাগর (মহিলা)
তীরন্দাজ
ধীরাজ বোম্মাদেবরা (পুরুষ রিকার্ভ) , তরুণদীপ রাই (পুরুষ রিকার্ভ), প্রবীণ যাদব (পুরুষ রিকার্ভ), ভজন কৌর (মহিলা রিকার্ভ), দীপিকা কুমারী (মহিলা রিকার্ভ) , অঙ্কিতা ভকত (মহিলা রিকার্ভ)
জুডো
তুলিকা মান (মহিলাদের +৭৮ কেজি)
রোয়িং
বলরাজ পানওয়ার (M1x)
সেইলিং
বিষ্ণু সারাভানন (পুরুষদের ICLA 7)
নেত্রা কুমানন (মহিলাদের এক ব্যক্তি ডিঙ্গি)
Comments :0