শুক্রবার আইএসএলে ইস্টবেঙ্গল নামছে এফসি গোয়ার বিরুদ্ধে । যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭ : ৩০ টায়।
এই মরশুমে আইএসএলে প্রথমবার ঘরের মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল । গত দুই ম্যাচে হারের ফলে এখনো পর্যন্ত পয়েন্টের ঘর শূন্য ইস্টবেঙ্গলের। শুক্রবারের মরণ বাঁচন ম্যাচে তাই জয় ছাড়া দ্বিতীয় কোনো ভাবনা নেই কার্লোস কুয়াদ্রাতের। তিনিও রয়েছেন বেশ চাপে। শুক্রবারের ম্যাচে নেতিবাচক ফলাফল হলেই ক্লাবের তরফ থেকে তার উপর জারি করা হতে পারে সতর্কবার্তা। দিমিত্রি ডিয়ামেন্টেকস, মাদি তালাল, ক্লেটন সিলভাদের উপর দায়িত্ব থাকবে প্রথমেই গোল তুলে নেওয়ার । কেরালা ম্যাচে শেষের দিকে রক্ষণের ভুলে ম্যাচ হারতে হয়েছিল । তাই সেইদিকে বাড়তি নজর দিতেই হবে কার্লোসকে । আনোয়ার ও হেক্টরের সাথে নুঙ্গার জায়গাটায় শুক্রবার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেছিলেন যে, গোয়াকে হারানো মোটেই সহজ হবেনা । শারীরিক অসুস্থতার কারণে শুক্রবারের ম্যাচে নেই সাউল ক্রেস্পো ।
অপরদিকে এফসি গোয়াও খুব একটা ভালো জায়গায় নেই। জামশেদপুরের কাছে হারের পর তারা ড্র করেছে মহামেডানের সাথে। দলে রয়েছেন মোহনবাগানের দুই প্রাক্তনী আর্মান্দ সাদিকু ও কার্ল ম্যাকহিউ । লাল হলুদের বিরুদ্ধে খেলার জন্য তারা মুখিয়ে আছেন । এছাড়াও গুরোক্সেনা , রাওলিন বর্যেসের মতো মিডফিল্ডাররা রয়েছেন । রক্ষণে সন্দেশ ঝিঙ্গান, ওডেই , জয় গুপ্তারা ক্লেটনদের কাজটা বেশ কঠিন করে তুলতে চাইবেন । জাতীয় দলের কোচ মানালো মার্কেজ চাইবেন কলকাতায় এসে ৩ পয়েন্ট ঘরে তুলতে । তাই শুক্রবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই নামবে নিজেদের প্রথম ৩ পয়েন্টের লক্ষ্যে ।
Comments :0