আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে কলকাতা সহ জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছেন। শনিবার সকাল থেকেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে দফায় দফায় মিছিল করছেন আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের আন্দোলন সমর্থন জানিয়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসক ও নার্সরা। এদিন সকাল থেকেই কলকাতার আর জি কর সহ, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, বর্ধমান মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, শিশুমঙ্গল হাসপাতাল সহ একাধিক মেডিক্যাল কলেজে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা।
শনিবার সকল থেকেই নিরাপত্তা সুনিশ্চিত এবং অপরাধীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন কামারহাটি মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও নার্সরা। বহির্ভ বিভাগ সহ বেশ কিছু বিভাগ কাজ বন্ধ পরিষেবা বন্ধ রয়েছে। হাসপাতাল গেটে বিক্ষোভে বসে বিক্ষোভরত ছাত্র ও নার্সদের দাবি করেন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। জরুরী পরিষেবা চালু রেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। বারবার নিরাপত্তাহীনতার কথাই বলেছেন পড়ুয়ারা। এদিন সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে আসা অনেক রোগী ও তাদের পরিবার এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনার সঙ্গে যুক্তদের কঠিনতম কঠিন শাস্তির দাবি তুলেছেন তাঁরাও। তাদের বক্তব্য মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে এইভাবে এই ধরনের ঘটনা বারবার একই ঘটনা ঘটছে স্বাস্থ্য দপ্তর এবং সরকারের উদাসীনতার কারণেই।
তরুণী চিকিৎসক খুনের বিচার চেয়ে। দোষীদের গ্রেপ্তার করে চরম শাস্তির দাবিতে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআই(এম)।
Comments :0