WEATHER

কলকাতায় শীতের আমেজ, ঘুর্ণাবর্তের জেরে বাড়বে তাপমাত্রা

রাজ্য কলকাতা

মঙ্গলবার স্বাভাবিকের নীচে নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর এদিন কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। তবে এই শীতের আমেজ বেশিদিন থাকবে না। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ঘর্ণাবর্তে পরিনত হয়েছে। তার গতিপথ কোন দিকে তা এখনও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।
তবে এই ঘর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ মঙ্গলবারই গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সেই গভীর নিম্নচাপ আরও উত্তর ও উত্তর-পশ্চিমে সরবে। শক্তি বাড়িয়ে তা দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। 
এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব এরাজ্য পড়বে না। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা কিছুটা বাড়বে।

Comments :0

Login to leave a comment