Leopard

ফের চা বাগানে খাঁচায় বন্দি চিতা বাঘ

জেলা

আবারও বনদপ্তরের পাতা খাঁচায় নেওরা চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ। ৪ দিন পার হতে না হতেই আবারও নেওরা চা বাগানের তিন নম্বর আবাদী এলাকায় বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো স্ত্রী চিতাবাঘ। গত শুক্রবার এই চা বাগানের ১৬ নম্বর আবাদি এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতাবাঘ। 
বনদপ্তর ও শ্রমিকদের থেকে জানা গেছে, ওই চাবাগানে গত শুক্রবার একটি পুরুষ চিতাবাঘ আটক হয়। শ্রমিকদের আশঙ্কা ছিল চা বাগানে আরও চিতাবাঘ রয়েছে। কারণ মাঝেমধ্যে শ্রমিক মহল্লার ছাগল, শুয়োর সহ অন্যান্য গবাদিপশুর উপর হামলা চলছিল। শ্রমিকদের আবেদন ও চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে বন কর্মীরা আবার খাঁচা পাতে। 
মঙ্গলবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় আটক হয়েছে চিতাবাঘ। মুহুর্তে ভীড় জমে যায়। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘ উদ্ধার করে। বনকর্মীরা বলেন, পুর্ণবয়স্কা স্ত্রী চিতাবাঘটি এদিন খাঁচা বন্দি হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভিতরে বাঘটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment