মিয়ামিতেই থাকতে চলেছেন মেসি। সূত্রের খবর চুক্তিতে কিছু পরিবর্তন নিয়ে আলোচনা চলছে মেসি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবের মধ্যে। তবে এই সবের মধ্যেও মেসির মিয়ামির জার্সি পরে আরও মরসুম খেলার সম্ভাবনা রয়েছে।
২০২৫ সালে শেষ হচ্ছে মেসির চুক্তি। জানা গিয়েছে ক্লাবের পক্ষ থেকে আরও দুই বছর চুক্তি বাড়ানো হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ যা সম্ভাবনা তাতে মিয়ামির জার্সিতেই হয়তো ক্লাব ফুটবল থেকে নিজের অবসর ঘোষণা করতে পারেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা।
বার্সেলোনা ছাড়ার পর মেজর লিগ সকারের মিয়ামির সাথে ২০২৩ সালে চুক্তি হয় মেসির। লিগে মিয়ামির জার্সিতে ৪৬ গুলো ম্যাচ খেলে ৪১টি গোল করেছেন মেসি, করেছেন ২৭টি অ্যাসিস্ট। এখনও পর্যন্ত মিয়ামির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৫৪টি গোল করেছেন মেসি।
Messi
মিয়ামির সাথে আরও দুবছর চুক্তি বাড়তে পারে মেসির

×
Comments :0