Pinarayi Vijayan

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, উদ্ধারই কাজ এখন : বিজয়ন

জাতীয়

‘‘সরকারের প্রাথমিক লক্ষ্য বন্যায় আটকে থাকা মানুষদের উদ্ধার করা, তারপর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।’’ বৃহস্পতিবার ওয়েনাড নিয়ে সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 
এদিন বিজয়ন বলেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য বন্যায় যারা ক্ষতিগ্রস্থ এবং আটকে আছেন তাদের উদ্ধার করা। সেনা বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আটকে থাকা অনেককে তারা উদ্ধার করতে পরেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘যাদের উদ্ধার করা হয়েছে তাদের উপস্থিত ত্রান শিবিরে রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের সাহায্য করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে দ্রুত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’’ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ত্রান শিবিরের ভিতরে ভীর করছেন। এদিন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা হয়েছে ভিতরে ভীর না করে শিবিরের বাইরে তাদের সাথে দেখা করে কথা বলার জন্য। 
কেরালার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বন্যার ফলে যেই সব প্রানীর মৃত্যু হয়েছে তাদের ঠিক ভাবে কবর দেওয়ার জন্য চারজন মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মৃত পশুদের দেহ থেকে কোন সংক্রমন যাতে না ছড়ায় সেই দিকে নজর রাখছে সরকার। এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যারা যারা নিজেদের প্রয়োজনীয় নথি হারিয়েছে তাদের সেই নতি সরকারের পক্ষ থেকে নতুন করে দেওয়া হবে।

Comments :0

Login to leave a comment