Mamata Banarjee

অবস্থান মঞ্চে হাজির মমতা, দাবিতে অনড় চিকিৎসকরা

রাজ্য

শনিবার স্বাস্থ্য ভবনের অদুরে জুনিয়ার ডাক্তারদের অবস্থান মঞ্চে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী। একদল সাংবাদিকদের নিয়ে যখন তিনি ধর্ণা মঞ্চে গেলেন তখন তাকে দেখে স্লোগান উঠলো ‘উই ওয়ান্ট জাস্টিস’। 
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি নিজে ছাত্র আন্দোলন করে উঠে আসা লোক। আমি জানি আমার পোস্ট বড় কথা নয়। মানুষের পোস্ট বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে। আমি সাড়া রাত ঘুমাতে পারিনি। আমার কষ্ট হয়েছে। মানসিক ভাবে কষ্ট হয়েছে। আমিও রাতের পর রাত ঘুমাইনি। আপনারা যখন রাস্তায় থাকেন আমাকেও জেগে থাকতে হয়।’’
আর মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছেন তখন তার সরাসরি সম্প্রচার করা হচ্ছে। কিন্তু আন্দোলনরত চিকিৎসকরা যখন লাইভ স্ট্রিমিং চাইলেন বৈঠকের তাতে আপত্তি ছিল নবান্নের। পাঁচ দফা দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। এদিন মুখ্যমন্ত্রী বলেছেন তিনি তাদের দাবির বিষয় ভেবে দেখবেন, তবে তাদের কাজে ফিরতে হবে। 
তিনি বলেন, ‘‘আপনারা যদি কাজে ফিরতে চান আমি কথা দিচ্ছি আপনাদের দাবি গুলো বিবেচনা করে দেখবো। ভাববো। চিন্তা করবো। যদি কেউ দোষী হয় তাহলে সে শাস্তি পাবে। আমি চাই তিলত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করবো বিচার করার। আমাকে সময় দিন আপনাদের কথা গুলো ভেবে দেখবো। আপনাদের পরিবার পরিজন চিন্তায় থাকে, অনেক মানুষ মারা যাচ্ছেন আপনারা কাজে যোগদান করুন। হাসপাতালের উন্নিতর কাজ আমরা সকলে শুরু করে দিয়েছি এবং করবো। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রিন্সিপালদের চেয়ারম্যান করবো। তাতে জুনিয়ার ডাক্তার, সিনিয়ার ডাক্তার, নার্স, পুলিশ, জুনিয়ার ডাক্তার থাকবে। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেবো। দোষীরা কেউ আমার বন্ধু নয়, শত্রুও নয়। যাদের বন্ধু ভাবছেন তাদের আমি চিনিই না। এই খুন, দুর্নীতির সাথে যদি কেউ যুক্ত থাকে তাহলে আমি দেখবো কথা বলে পদক্ষেপ নেওয়ার।’’
তিনি স্বাস্থ্যমন্ত্রী তার দপ্তরে চলছে দুর্নীতি আর তিনি বলছেন ভেবে দেখবেন দোষীদের শাস্তি দেওবা হবে কি না। আর জি কর হাসপাতালে দুর্নীতি হয়েছে তা স্পষ্ট। গোটা স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে যেই ‘থ্রেট কালচার’ চলছে তা নিয়ে সিনিয়ার চিকিৎসকরা বার বার সরব হয়েছেন। তাতে কোন পদক্ষেপ নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। 
জুনিয়ার ডাক্তারদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে। এদিন মমতা ব্যানার্জি প্রথম বলেছেন, মানুষের পোস্ট বড়। তারপরই তাকে বলতে শোনা গিয়েছে, ‘‘যে যা কাবার দিচ্ছে সেই গুলো খাবেন না।’’ মানুষ খাবারের ব্যবস্থা করছে আর তাকে অপমান করছেন মানুষের রায়ে নির্বাচনে জিতে আসা মুখ্যমন্ত্রী। অনেকেই মনে করছেন এই সব বলে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছেন মমতা।
মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, আন্দোলন চলবে। পাঁচ দফা দাবিতে যে কোন জায়গায় আলোচনায় বসতে তারা রাজি। আন্দোলনকারিরা বলেন, ‘‘আমরা মনে করি পাঁচ দফা দাবি নিয়ে কোন সমঝোতায় যেতে চাইনা। অতিদ্রুত আলোচনায় বসতে তৈরি। মিডিয়ার সামনে এখানেই আলোচনা হোক।’’

Comments :0

Login to leave a comment