সিগন্যালের সমস্যার জন্য ব্যাহত হলো মেট্রো পরিষেবা। শনিবার দমদমের কাছে মেট্রো সিগন্যালে সমস্যা দেখা দেয়। যার ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বেশ কিছুটা সময় বন্ধ ছিল মেট্রো। আপ এবং ডাউন দুদিকের পরিষেবাই বন্ধ হয়ে যায়। গিরিশ পার্ক থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছিল ট্রেন। যাত্রীদের কথায় সেই পরিষেবাও ঠিক ছিল না। নির্ধারিত সময়ের পরে গাড়ি আসছিল।
গতমাসে ব্লু লাইন মেট্রো পরিষেবা নিয়ে একাধিক সমস্য তৈরি হয়। বিভিন্ন সময় বার বার মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার খবর সামনে এসেছে। সেই নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভও তৈরি হয়।
kolkata metro
সিগন্যালের জন্য ব্যাহত মেট্রো পরিষেবা

×
Comments :0