Modi

অনুরাগের ঘৃণ্য ভাষণকে প্রশ্রয় মোদীর

জাতীয়

অনুরাগ ঠাকুরের ঘৃণ্য ভাষণকে এক্সহ্যান্ডেলে শেয়ার করে প্রশ্রয় দিলেন প্রধানমন্ত্রী।

জাত নিয়ে লোকসভায় দাঁড়িয়ে অনুরাগ ঠাকুরের ভাষণ এক্সহ্যান্ডেলে শেয়ার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভার সচিবালয়ে অভিযোগ জানালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জলন্ধরের কংগ্রেস সাংসদ চরনজিৎ সিং চান্নি।

কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীর এই ভাষণ শেয়ার করে সংসদের অভ্যন্তরে ঘৃন্য ভাষনকে উষ্কানি দিচ্ছেন তিনি। মঙ্গলবার লোকসভায় বলার সময় বিজেপি সাংসদ তথা মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেন, ‘‘জাতের ঠিক নেই সে আবার জাত গননার কথা বলে।’’ অনুরাগ ঠাকুরের এই বক্তব্যের পর বিরোধীদের পক্ষ থেকে তুমুল আপত্তি তোলা হয়। বর্ষীয়ান কংগ্রেস সাংসদ জগদম্বিকা পাল অধ্যক্ষের আসনে বসে জানিয়ে দেন যে এই বক্তব্য লোকসভার কার্যবিবরনী থেকে বাদ দেওয়া হবে। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব মন্ত্রীর এই মন্তব্যের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে কখনও কাউকে জাত তুলে কোন কথা বলা যায় না। 

গোটা দেশ জুড়ে যখন এই বিতর্ক চলছে তখন নরেন্দ্র মোদী এক্সহ্যান্ডেলে অনুরাগ ঠাকুরের বক্তব্যের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘অনুরাগ ঠাকুর যেই বক্তব্য রেখেছেন তা শোনা প্রয়োজন। ইন্ডিয়া মঞ্চের ঘৃন্য রাজনীতি তিনি প্রকাশ করে দিয়েছেন।’’

বিরোধীদের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে জাত ভিত্তিক জনগননা করার। সেই দাবি খারিজ করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। গত দশ বছর কোন জনগননা হয়নি। বাজেট অধিবেশনেও বিরোধীদের পক্ষ থেকে সেই দাবি তোলা হয়েছে। সেই প্রসঙ্গ টেনেই রাহুল গান্ধীকে নিশানা করেন। মন্ত্রীর বক্তব্যের মধ্যেই রাহুল গান্ধী উঠে দাঁড়িয়ে বলেন, ‘‘আপনি যত খুশি আমাকে ব্যাক্তিগত আক্রমণ করতে পারেন। কিন্তু মনে রাখবেন এই সংসদেই জাত ভিত্তিক জনগননা বিল আমরা পাশ করবো।’’

Comments :0

Login to leave a comment