MOHAMMEDAN FC in I LEAGUE

ঘরের মাঠে কেঙ্ক্রে এফসি-র সঙ্গে ড্র, চাপে মহামেডান

খেলা

I LEAGUE MOHAMMEDAN FC KOLKATA FOOTBALL এগিয়ে গিয়েও ঘরের মাঠে জয় অধরা মহামেডানের

আই লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে, দক্ষিণ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে কেঙ্ক্রে এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র করল সাদাকালো ব্রিগেড। ম্যাচের ১০ মিনিটে গোল করে মহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক মার্কাস জোসেফ। কিন্তু প্রথমার্ধের একেবারে শেষে, ৪৬ মিনিটের মাথায় কেঙ্ক্রে এফসি-র হয়ে সমতা ফেরান আজ্জা। 

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দাউদার গোলে ফের এগিয়ে যায় মহামেডান। কিন্তু ম্যাচের ৭৫ মিনিটে গোল করে কেঙ্ক্রে এফসি-কে ম্যাচে ফেরান কিরণ। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের সেরা নির্বাচিত হন মহামেডান অধিনায়ক মার্কাস জোসেফ।

মহামেডানের ঘরের মাঠে এসে ড্র করাটা একদিক দিয়ে নৈতিক জয় কেঙ্ক্রে এফসির কাছে। কিন্তু সহজ প্রতিপক্ষ পেয়েও পয়েন্ট নষ্ট করার ফলে, লীগের লড়াইতে নিজেদের আরও কঠিন জায়গায় নিয়ে গেল সাদাকালো ব্রিগেড।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেন, "আমাদের অনেক ভুল হয়েছে, দ্রুত শুধরে নিতে হবে"। একই কথা শোনা যায় মার্কাসের মুখেও। ম্যাচ শেষে মহামেডান কোচকে সমর্থকদের গো ব্যাক স্লোগানও শুনতে হয়। 

এদিকে দলের হতশ্রী পারফরম্যান্সের ফলে বুধবার ক্লাব তাঁবুতে গুরুত্বপূর্ণ বৈঠক  হয়েছে। এমনটাই জানান  মহামেডানের অন্যতম  কর্মকর্তা দানিশ ইকবাল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস জানান, ফলাফল খারাপ হলে সমর্থকদের রাগ হওয়াটাই স্বাভাবিক।

আপাতত সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের নবম স্থানে রয়েছে সাদাকালো ব্রিগেড। আই লীগে মহামেডানের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার রিয়াল কাশ্মীর এফসি-র বিরুদ্ধে।

Comments :0

Login to leave a comment