Bolpur Hospital Molestation

বোলপুর হাসপাতালের প্রসব ঘরেই রোগীর শ্লীলতাহানির অভিযোগ কর্মীরই বিরুদ্ধে

জেলা

এবার সরকারি হাসপাতালে প্রসব ঘরে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ! ঘটনাটি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটেছে। প্রসব ঘরে রোগীর  সাথে অশালীন আচরন, কু প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালেই এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। সরকারি হাসপাতালে মহিলা রোগীরা নিরাপত্তা নিয়ে যা বড়সড় প্রশ্ন তুলেছে।  
গত ৭ অক্টোবর প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন এক প্রসূতি। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গর্ভজাত সন্তান নিয়ে নানান জটিলতা দেখা দেয়৷ যন্ত্রণা বাড়তে থাকে, অপারেশনের প্রয়োজন হয়৷ ১০ অক্টোবর রোগীকে প্রসব কক্ষে নিয়ে যাওয়া হয়৷ অভিযোগ, ওই দিন হাসপাতালের এক কর্মী প্রসূতির গালে সহ দেহের বিভিন্ন অঙ্গে অশালীন ভাবে হাত দেয়৷ শুধু তাই নয় প্রসূতিকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দেয়।  হাসপাতাল থেকে ছুটির সময় হতেই নির্যাতিতা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দিবাকর সর্দারকে লিখিত ভাবে সমগ্র ঘটনা জানান৷ এই প্রসঙ্গে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দিবাকর সর্দার বলেন, "আমি লিখিত একটি অভিযোগ পেয়েছি৷ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে৷ ওই সময় কে ছিল ডিউটিতে সেসব খতিয়ে দেখা হচ্ছে।"নির্যাতিতার মা বলেন, "লেবার রুমে আমার মেয়ের সঙ্গে অন্যায় যে করেছে সে হাসপাতালের কর্মী৷’’ বীরভূমের পুলিস সুপার জানিয়েছেন , ‘‘মামলা রুজু হয়েছে।’’

Comments :0

Login to leave a comment