Molestation

নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

জেলা

বাবা- মার অনুপস্থিতির সূযোগে এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক। এই প্রথম নয়, যুবকের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ উঠেছে একাধিকবার। এলাকা সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত যুবক শাসকদলের অত্যন্ত ঘনিষ্ট। এলাকায় দাপট আছে। তাই তার কীর্তিকলাপের বিরুদ্ধে মুখ খোলার সাহস সচরাচর হয় না সাধারণের। এবারের ঘটনা গত সোমবার সন্ধ্যার। আচমকা গ্রামের বছর পনেরোর এক ছাত্রীর কান্নার শব্দ শুনে এলাকার লোকজন তাঁর বাড়িতে ছুটে আসেন। প্রতিবেশীরা এসে পড়তেই ওই যুবক চম্পট দেয়। বিষয়টি জানাজানি হতে শোরগোল ছড়ায় পাড়ুইয়ের একটি গ্রামে। গ্রাম সূত্রে জানা গেছে, নাবালিকা নবম শ্রেণির ছাত্রী। দিনমজুর বাবা-মা এবং দাদার সাথে থাকে সে। ঘটনার সময় দাদা অন্যত্র এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, বাবা-মা তখনও কাজ থেকে ফেরেন নি। ঠিক সেই সময় অভিযুক্ত সেখ কুদ্দুস নাবালিকার বাবার খোঁজে বাড়িতে আসে। কেউ না থাকার সূযোগে নাবালিকার সাথে অভব্য আচরণ করে বলেই অভিযোগ। নাবালিকার চিৎকার শুরু করতেই বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। নাবালিকা ছাত্রীর বাবা পাড়ুই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পাড়ুই থানা অভিযুক্ত যুবক শেখ কুদ্দুসকে গ্রেপ্তার করেছে। নাবালিকা ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে গোপন জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাড়ুইয়ের গ্রামে।

 

Comments :0

Login to leave a comment