‘খোরপোশ কোন দয়ার দান নয়। তা একজন মহিলার অধিকার।’ একটি মামলার রায় দানের সময় একথা বললো সুপ্রিম কোর্ট।
বিবাহ বিচ্ছেদের পর আইন অনুযায়ী খোরপোশ দাবি করতে পারেন মুসলিম মহিলারাও। বুধবার একটি মামলার রায় দানের সময় একথা জানিয়েছে সু্প্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি জর্জ মাশিষের বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ১২৫ ধারা অনুযায়ী একজন মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদের পর স্বামীর কাছে খোরপোশ দাবি করতে পারেন।
বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীর খোরপোশের বিরোধীতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক ব্যাক্তি। সেই মামলার রায় ছিল বুধবার। এদিন দুই বিচারপতির বেঞ্চ বলেন, ‘‘খোরপোশ যে কোন বিবাহীত মহিলার অধিকার। দর্ম নির্বিশেষে ১২৫ ধারা অনুযায়ী একজন মহিলা খোরপোশ দাবি করতে পারেন।’’ ওই ধারা অনুযায়ী একজন ব্যাক্তি কোন ভাবে তার বাবা, মা, সন্তান এবং স্ত্রীকে তাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার তার থেকে বঞ্চিত করতে পারেন না।
বিবাহ বিচ্ছেদের পর তেলেঙ্গানার বাসিন্দা মহম্মদ আব্দুল সামাদকে নিম্ন আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় প্রতিমাসে তার স্ত্রীকে ২০ হাজার টাকা দেওয়ার জন্য তার জীবনধারনের জন্য। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেলে সেখানে টাকার অঙ্ক কমে হয় ১০ হাজার। সেই রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওই ব্যাক্তি এদিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে তার আবেদন।
Supreme Court
খোরপোশ একজন মহিলার অধিকার : সুপ্রিম কোর্ট
×
Comments :0