On This Day 1900

আজকের দিনে গঠিত হয়েছিল আয়াক্স আমস্টারডাম ক্লাব

খেলা

On this day 1900 the ajax amsterdam club was founded

আজ ১৮মার্চ। আজ থেকে ঠিক ১২৪ বছর আগে ১৯০০ সালের আজকের দিনেই গঠন করা হয়েছিল নেদারল্যান্ডের ক্লাব আয়াক্স আমস্টারডামকে। গ্রীক পুরাণের এক দেবতার নামেই নামকরণ করা হয়েছিল ক্লাবটির। ১৯১১ সালে প্রিমিয়ার ডিভিশনে ওঠে ক্লাবটি। ১৯১৭ সালে নিজেদের প্রথম ট্রফি জেতে ' ডে জোডেন ' রা। নেদারল্যান্ডের ' KNVB becker ' ট্রফি জিতেছিল আয়াক্স। নেদারল্যান্ডের এই প্রিমিয়ার ডিভিশন লীগ ' এরিডেভিস ' সর্বোচ্চ মোট ৩৬বার জিতেছে এই দল। ১৯৬৫ সালে প্রাক্তন খেলোয়াড় রাইনাস মিশেল দায়িত্ব নেওয়ার পর তার কোচিংয়েই সৃষ্টি হয় এক নতুন ফুটবল আদর্শবাদের। তার নাম ' টোটাল ফুটবল '। পরবর্তীতে তার সেরা ছাত্র জোহান ক্রুয়েফ হন এই আদর্শবাদের ধারক ও বাহক। ক্রুইফের আমলেই মোট ৭টি এরিডেভিস লীগ এবং ৩টি ইউরোপিয়ান কাপ জিতেছিল আয়াক্স। ৭১ , ৭২ এবং ১৯৭৩ সালে পর পর তিনবার চ্যাম্পিয়ন্স লীগ জেতার রেকর্ডও গড়েছিল আয়াক্স ওই সময়ই। ক্রুয়েফ আসার পর আয়াক্স দলটি বিশ্ব ফুটবলে এক নতুন দিগন্ত যেন খুলে দিয়েছিল। তার ' টোটাল ফুটবল ' - র মতাদর্শে খেলতে শুরু করে ইউরোপের অনেক ক্লাবই। পরবর্তীতে এই ক্লাবের কোচিংয়ের দায়িত্ব নিয়েই চতুর্থবার চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছিলেন ১৯৯৫ সালে। নেদারল্যান্ডের দুই দল ফেনারউড এবং পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ডার্বি খেলে আয়াক্স। তবে নিঃসন্দেহে একথা বলা যায় যে নেদারল্যান্ডের সবথেকে সফলতম দলটির নাম আয়াক্স আমস্টারডাম।

Comments :0

Login to leave a comment