নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ের দাম কমালো এনসিইআরটি। সোমবার দিল্লিতে একটি অনুষ্ঠানে একথা জানিয়েছেন এনসিইআরটি’র ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানি। তিনি জানিয়েছেন আগামী শিক্ষাবর্ষ থেকে এই নতুন দাম কার্যকর করা হবে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর প্রায় ২০ শতাংশ দাম কমানো হয়েছে পাঠ্য বইয়ের।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন যে, বই ছাপানোর খরচ কমায় বইয়ের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যামাজন এবং ফ্লিপকার্টেও বই পাওয়া জাবে বলে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
Comments :0