Nobel Peace 2025

ট্রাম্পের প্রচারের সঙ্গী মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল

আন্তর্জাতিক

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো।

আমেরিকার রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি শান্তিতে নোবেল। তবে আমেরিকার প্রচারের পক্ষে সরব ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদোকে দেওয়া হলো নোবেল।
নোবেল কমিটি এবং আমেরিকার পক্ষে থাকা সংবাদমাধ্যমের বিবরণ অনুযায়ী মাচাদো ভেনেজুয়েলায় গণতন্ত্রের পক্ষে প্রচারক। ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের’ সংগ্রামে নিয়োজিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
ভেনেজুয়েলায় হুগো সাভেজের নেতৃত্বে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ‘গণতন্ত্র না থাকার’ প্রচারে নিয়োজিত আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া। সাভেজের প্রয়াণের পর তাঁরই অনুগামী রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন পরপর নির্বাচনেই। কিন্তু সেই নির্বাচনকে স্বীকৃতি দিতে নারাজ আমেরিকা এবং তার সঙ্গীরা। ভেনেজুয়েলার ভেতর মাদুরোকে যে কোনও ভাবে হটাতে তৈরি রাজনৈতিক বিভিন্ন বিন্যাসকে সহায়তাও দিয়ে চলেছে আমেরিকা।
পশ্চিমী ভাষ্যে শুক্রবার বলা হয়েছে, ‘বিগত কুড়ি বছর ধরে মারিয়া কোরিনা মাচাদো বুলেটকে হারিয়ে ব্যালটকে বেছে নেওয়ার প্রচারে রত। মাচাদো লড়াই করছেন স্বাধীন বিচারব্যবস্থার পক্ষে। লড়াই করছেন মানবাধিকারের পক্ষে। গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী জনপ্রতিনিধিদের নিয়ে দেশ শাসনের জন্য। ভেনেজুয়েলার জনতার প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করে চলেছেন তিনি।’
শান্তিতে নোবেল ঘোষণা হয়েছে সে সময়েই যখন আমেরিকার যুদ্ধজাহাজ ঘিরে ফেলছে ক্যারিবিয়ান সাগরকে। ভেনেজুয়েলার একাধিক জলযান ধ্বংস করতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো নৌবাহিনী। বলা হয়েছে, নিষিদ্ধ মাদক পাচার চক্র বা ‘নারকো-টেররিজম’-র বিরুদ্ধে এই সামরিক তৎপরতা। কিন্তু আমেরিকার ভেতরেই ট্রাম্পের এই নীতির বিপক্ষে সোচ্চার হয়েছে বিভিন্ন অংশ। ‘শুল্ক যুদ্ধের’ মতো তথাকথিত ‘ড্রাগ যুদ্ধ’ আমেরিকা আরও বিচ্ছিন্ন করবে, মত দেশেরই বিভিন্ন অংশের। ভেনেজুয়েলায় জোর করে ক্ষমতা দখলের অভিসন্ধি নিয়েও প্রশ্নের মুখে পড়েছেন ট্রাম্প। 
উল্লেখ্য, নিকোলাস মাদুরো পরপর তিনবার জয়ী হয়েছেন ভোটে। শেষবার ৫১ শতাংশ ভোট পড়েছিল মাদুরোর পক্ষে। উগ্র দক্ষিণপন্থী এবং সাম্রাজ্যবাদের অনুচরদের রাজনৈতিক বিন্যাসকেই বারবার পরাজিত করতে হয়েছে তাঁকে।

Comments :0

Login to leave a comment