উত্তরবঙ্গজুড়ে টানা অতিভারী বৃষ্টির জেরে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যখন বহু মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব, সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ উঠেছে বহু এলাকায়, তখন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে রেড ভলান্টিয়ারা। গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টির ফলে পাহাড় ও সমতলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অসংখ্য গ্রাম। বহু মানুষ ঘরবাড়ি, চাষের জমি হারিয়ে আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবির কিংবা উঁচু জায়গায়।
সরকারি ত্রাণের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। তবে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এবং অন্যান্য জটিলতায় বহু এলাকায় এখনও সরকারি সহায়তা না পৌঁছনোর অভিযোগ উঠেছে। এই কঠিন পরিস্থিতিতে ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটির বগরিবাড়ি, চরচরাবাড়ি ও কুর্শামারী এলাকায় রেড ভলান্টিয়ারের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য শুকনো খাবার বিতরণ করা হয়। শুধু খাবার দেওয়াই নয়, বন্যার জল নামার পর এলাকায় সংক্রমণ রোধে ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়ানো হয়। এই এলাকার বহু মানুষ বর্তমানে রেললাইনের ধারে প্লাস্টিক দিয়ে অস্থায়ী তাঁবু তৈরি করে কোনওমতে দিন কাটাচ্ছেন। দুর্গতদের অভিযোগ, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে সাহায্য মিললেও, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও সহায়তা মেলেনি। তাঁরা শুকনো খাবার পেলেও রান্না করার মতো অবস্থা নেই, ফলে অনেকেই না খেয়েই দিন পার করছেন। রেললাইনের পাশে এভাবে খোলা আকাশের নীচে বসবাসের ফলে দুর্ঘটনার আশঙ্কাও রয়ে গেছে।
রেড ভলান্টিয়ারের তরফে নির্মাল্য ভট্টাচার্য জানান, ‘‘এই এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। কবে তাঁরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন।’’
গত রবিবার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে রেড ভলেন্টিয়ার সদস্যরা দুর্গতদের পাশে থেকে এই সহায়তা ও ত্রাণ কার্য চালিয়ে যাচ্ছেন।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং চা মজদুর ইউনিয়ন সিআইটিইউ অনুমোদিত ইউনিয়ন। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা বানারহাট, নাগরাকাটা, ধূপগুড়ি সহ একাধিক চা বাগান ও গ্রামাঞ্চলে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরছাড়া হয়েছেন বহু মানুষ। জল নামলেও বিপর্যস্ত জীবনের চিহ্ন রয়ে গেছে প্রতিটি প্রান্তে; বহু পরিবার আজ নিঃস্ব, খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতিতে দুই শ্রমজীবী সংগঠনের কর্মীরা বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ জন দুর্গত মানুষের হাতে তুলে দেন শুখনো খাবার, পানীয় জল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
Red Volunteers
মিলছে না সরকারি সাহায্য, বন্যা দুর্গতদের পাশে সেই রেড ভলেন্টিয়ার

×
Comments :0