পাকিস্তানকে যুদ্ধ এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সাহায্য করবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এআইএম ১২০ অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (AMRAAM) পাবে।
কত গুলো মিসাইল পাকিস্তানকে দেওয়া হবে তা নির্দিষ্ট ভাবে বলা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
পাকিস্তান ছাড়াও ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই মিসাইল সংক্রান্ত চুক্তি করেছে।
AMRAAM প্রোগ্রামে পাকিস্তানের অন্তর্ভুক্তির ফলে পাকিস্তান বিমান বাহিনীর এফ ১৬ আরও উন্নত হবে বলে মনে করছেন অনেকে। ২০১৯ সালে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ ২১ নামানোর সময় এফ ১৬ ব্যবহার করেছিল পাকিস্তান।
পহেলগাম হামলার পর গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার ক্ষেত্রে পাকিস্তানের যেই ভূমিকা তা তুলে ধরতে প্রতিনিধি পাঠিয়েছিল ভারত। সেই প্রতিনিধি দলের সাথে দেখা করেননি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ কোন মার্কিন আধিকারিকও দেখা করেননি। এই পরিস্থিতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান আসিন মুনিরের সাথে বৈঠক করেন ট্রাম্প। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও শুরু হয়েছে আলোচনা। যেই ট্রাম্পের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় প্রচার করলেন মোদি সেই বন্ধু ট্রাম্প ভারতের প্রতিনিধি দলের সাথে দেখা না করে দেখা করলেন শরিফের সাথে।
উল্লেখ্য পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটি গুলোকে লক্ষ করে হামলা চালায় ভারতীয় সেনা। সেই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত নিয়েও ট্রাম্প যেই মন্তব্য করেন সেই নিয়েও বিতর্ক হয়। তিনি বলেন তার কথায় দুই দেশ সামরিক সংঘাত থামানোর কথা ঘোষণা করেছে।
সম্প্রতিকালে পাক অধিকৃত কাশ্মীরে জনতার বিক্ষোভ শুরু হয়েছে সরকারের বিরুদ্ধে। পাকিস্তান সেনার গুলিতে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই নতুন চুক্তি জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে।
Comments :0