Physics Nobel Prize

পদার্থবিদ্যায় নোবেল তিন মার্কিন বিজ্ঞানীকে

আন্তর্জাতিক

এই বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ে বিশেষ অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন জন ক্লার্ক, মাইকেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস। তিনজনেই ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।
মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিকাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ন্টাইজেশন ইন আন ইলেকট্রিক সার্কিটে’ অবদান রাখার কারণে তাদের এবার নোবেল দেয়া হয়েছে।
বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপ আবিষ্কারের জন্য এবারের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তারা। মঙ্গলবার সুইডেনের স্কটহোমে  তিনবিজ্ঞানীর নাম ঘোষণা করে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা। যার বাজার মূল্য প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার।

জন ক্লার্কের জন্ম ১৯৪২ সালে মার্কিন যুক্তরাজ্যের কেমব্রিজে। তিনি ১৯৬৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। বর্তমানে অধ্যাপনা করছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।
১৯৫৩ সালে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন মাইকেল এইচ ডিভোরেট। ফ্রান্সের প্যারিস-সুড বিশ্ববিদ্যালয় থেকে
তিনি পিএইচডি করেছেন ১৯৮২ সালে। বর্তমানে ইয়েল বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
১৯৫৮ সালে জন্ম গ্রহণ করেন জন এম মার্টিনিস। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে পিএইচডি করেছেন।‌ সেখানেই অধ্যাপক হিসেবে রয়েছেন।

Comments :0

Login to leave a comment