ফের একবার সবুজ মেরুন জার্সি কি গায়ে চাপাবেন প্রীতম কোটাল ? সম্ভাবনা বাড়ছে। বেশ কিছুদিন আগে বাবার অস্ত্রপচারের কারণে কলকাতায় এসেছিলেন প্রীতম। তখনই মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কথা হয় বলে জানা যাচ্ছে। আনোয়ার ইস্টবেঙ্গলে সই করার পরে মোহনবাগান ডিফেন্স বেশ একটু দুর্বল হয়ে গিয়েছে। যদিও দুই বিদেশি থাকলেও ভারতীয় ডিফেন্ডারের সংখ্যা কম। গত মরসুমে আনোয়ার চোট পেয়ে বাইরে থাকায় বেগ পেতে হয় সবুজ মেরুনকে। তাই প্রীতমকে সই করিয়ে সেই ঘাটতি পূরণ করতে চায় তারা। প্রীতমের বর্তমান দল কেরালা ব্লাস্টার্স এর অনুশীলনে নেমে পড়েছেন তিনি।
গত মরশুমে সাহালের জায়গায় প্রীতমকে সোয়াপ ডিলে নিয়েছিল কেরালা। এইবার কোনো সোয়াপ ডিল নয় । ট্র্যান্সফার ফি দিয়েই তাকে দলে ফেরাতে চাইছে মোহনবাগান। বেশ কিছুদিন আগে জানা গেছিল যে, কেরালার নতুন স্কটিশ কোচ মাইকেল স্টাহর নতুন মরশুমের ভাবনা চিন্তায় নেই প্রীতম। এই কারণেই হয়ত দল ছাড়তে চাইছেন তিনি। আনোয়ার চলে যাবার পর প্রীতম এসে গেলে গভীরতা এবং বিশ্বস্ততা বাড়বে মোহন রক্ষণে। গত মরশুমে কলকাতায় মোহনবাগানকে হারিয়ে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করায় প্রীতম চক্ষুশূল হয়েছিলেন অনেক বাগান সমর্থকের। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন যে কেরালার সমর্থকদের উদ্দেশ্যেই ছিল ওই উচ্ছ্বাস, মোহনবাগানকে হারিয়ে নয়। তাতে কিছুটা বরফ গলেছে। উত্তরপাড়ার ছেলে প্রীতম কেরালা ছাড়লে মোহনবাগানই যে তার সম্ভাব্য ঠিকানা হতে চলেছে তা বলার অপেক্ষা রাখেনা।
Pritam Kotal
গঙ্গাপাড়ে প্রত্যাবর্তন হতে পারে প্রতীম কোটালের
×
Comments :0