Bande Mataram Discussion

বন্দে মাতরম নিয়ে বিভ্রান্তি তৈরি করছে কেন্দ্র : প্রিয়াঙ্কা

জাতীয়

সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই বিষয়কে মাথায় রেখেই সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা রেখেছে সরকার। লোকসভায় বললেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে লোকসভায় চলছে আলোচনা। এদিন সকালে আলোচনার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরুকে লাগাতার আক্রমণ করে গিয়েছেন তিনি। মোদী বলেন, বন্দে মাতরমের ঐতিহ্যকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। কংগ্রেস বন্দে মাতরমের সাথে আপস করে। মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করে। প্রধানমন্ত্রী আরও বলেন, নেহরু বন্দে মাতরমের ‘টুকড়ে-টুকড়ে’ করেছিলেন। তার কথায় বন্দে মাতরমকে প্রথমে ভাগ করা হয়েছিল তার দেশ ভাগ করা হয়েছিল। 
প্রিয়াঙ্কা বলেন, সরকার বন্দে মাতরম নিয়ে কোন আলোচনা করছে? কারণ তারা চায় মানুষের নজর ঘোরাতে। কেন্দ্রীয় সরকারের যেই ব্যার্থতা রয়েছে তার থেকে তারা সাধারণ মানুষের নজর ঘোরাতে চায়। কংগ্রেস সাংসদ বলেন, বন্দে মাতরম দেশের মানুষকে সাহস জুগিয়ে ছিল প্রাণ দিয়ে দেশকে বাঁচানোর।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি নিয়ে লোকসভায় আলোচনার  জন্য সরকারকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে, জাতির আধার এই গানটি নিয়ে বিতর্ক তৈরি করে কেন্দ্র মানুষের মনে ভ্রান্ত ধারনা তৈরি করছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতারা বিভিন্ন আলোচনার সময় কংগ্রেসের শাসনকাল নিয়ে একাধিক প্রশ্ন তোলে এবং কটাক্ষ করেন। এদিন ওয়েনাডের কংগ্রেস সাংসদ আলোচনার সময় বলেন, প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সময় কী কী ভুল কাজ হয়েছিল তার একটা তালিকা করুক সরকার। সেই নিয়ে আলোচনা হোক। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর সময় কী কী ভুল হয়েছে তার তালিকা করেও আলোচনা করা হোক। জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং অন্যান্যদের ভুলের উপর সরকার বিতর্ক শেষ করার পরে, বেকারত্ব, বেটিং অ্যাপ এবং মানুষের অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করুক। 
প্রিয়াঙ্কা ১৯৩৭ সালে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি চিঠির উদ্ধৃতি করে বলেন, ‘বন্দে মাতরমের বাকি স্তবকগুলির বিরুদ্ধে তথাকথিত আপত্তি সাম্প্রদায়িকদের দ্বারা তৈরি করা হয়েছিল।’ তিনি চিঠির একটি অংশ উদ্ধৃত করে বলেন, প্রধানমন্ত্রী মোদী তার বক্তৃতায় এটি উল্লেখ করেননি।
লোকসভায় বন্দে মাতরম নিয়ে বিতর্কের সময় প্রিয়াঙ্কা গান্ধী বলেন,  ১৮৯৬ সালে কংগ্রেসের এক সমাবেশে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম আবৃত্তি করেছিলেন, প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় তা উল্লেখ করেননি।

Comments :0

Login to leave a comment