Gaza Journalists Killing

সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে প্রতিবাদ গাজায় সাংবাদিক হত্যার বিরুদ্ধে

আন্তর্জাতিক

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে। বিভিন্ন সংবাদপত্র এবং ওয়েব পোর্টাল সজ্জা বদলে প্রতিবাদ জানাচ্ছে। আরও বহু সংবাদ প্রকাশনা প্রতিবাদে অংশ নিচ্ছে খবর পরিবেশন করে। 
 গত ২৫ আগস্ট ইজরায়েলের সেনার হামলায় গাজায় কর্মরত ছয় সাংবাদিক নিহত হন। তার দু’সপ্তাহ আগে সাংবাদিকদের নির্দিষ্ট শিবিরে হামলা চলায় নিহত হন আল জাজিরা সংবাদপত্রের ৬ সাংবাদিক। 
গাজায় সাংবাদিকদের ওপর হামলা চলছে অনবরত। প্রায় আড়াইশো সাংবাদিকের মৃত্যু নথিভুক্ত হয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নামও রয়েছে। প্রতিবাদীরা বিশ্বজুড়ে বলছেন, গণহত্যার সংবাদ চেপে দিতেই ইজরায়েল-আমেরিকা জোটের এই হামলা। 
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে প্রায় ৭০ দেশের সংবাদ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্রতিবাদে। ১ সে্টেম্বর বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালনের অংশ হিসেবে দেখা হচ্ছে প্রতিবাদকে।

Comments :0

Login to leave a comment