Islampur

দ্রোহের অনশন অবস্থান ইসলামপুরে

জেলা

শনিবার আর জি কর কান্ডের দ্রুত ন্যায় বিচার সহ মোট চার দফা দাবিতে ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় দ্রোহের অবস্থানের পাশাপশি অনশনে বসলেন চিকিৎসকরা। এদিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এর ইসলামপুর শাখার আহ্বানে ১২ ঘন্টা অবস্থান অনশনের পাশাপাশি এদিন অভয়া ক্লিনিকের ব্যবস্থা করা হয়। এদিনের এই অনশনে চিকিৎসকদের পাশাপাশি ইসলামপুরের সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেন। আর জি কর কাণ্ডে দ্রুত ন্যায় বিচারের দাবিতে সরব ছিলেন তারা। জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনের সংহতিতে দ্রোহের অবস্থানে রাজ্য সরকারের স্বাস্থ্য নীতি বিরুদ্ধে তোপ দাগেন আন্দোলনরত চিকিৎসকরা। পাশাপাশি অভিযুক্ত আমলা, প্রশাসকদের অপসারণ ও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল ভাঙার দাবি জানান তারা। এছাড়া নারী নিরাপত্তা, চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবি জানান। এদিন ইসলামপুরে প্রাইভেট ক্লিনিক ও নন ইমার্জেন্সি চিকিৎসা পরিষেবা বন্ধ থাকলেও সরকারি হাসপাতালে সব পরিষেবা চালু ছিল। আইএমএ নেতা ডাঃ পার্থ প্রতীম ভদ্র বলেন, ‘‘এদিন অনশন মঞ্চে ১০ জন চিকিৎসক বসেন। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে বাকিরা অনশনে অংশ নিতে পারেন নি। এদিনের অভ্য়া ক্লিনিকে ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়।’’  শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচি। 

Comments :0

Login to leave a comment