‘মহিলাদের রাতে বেরনো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যেই মন্তব্য করেছেন তাতে পুরুষতান্ত্রিক ভাবনা চিন্তা প্রকাশ পাচ্ছে। আরজি কর ঘটনার সময়ও একই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মৌলবাদীদের মুখে এই কথা শোনা যায়। তারা মহিলাদের অগ্রগতিকে মেনে নিতে পারে না।’ সোমবার মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলনে বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
দূর্গাপুরে চিকিৎসক পড়ুয়ার দলবদ্ধ ধর্ষণের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। ওই মেয়েটি একটি বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ছিল। বেসরকারি কলেজে...কার দায়িত্ব। রাত সাড়ে ১২টায় বেরলো কী করে? আমি যতদূর জানি জঙ্গলের মধ্যে ঘটেছে ঘটনাটি। তদন্ত চলছে। আমি হতবাক। বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে সতর্ক হতে হবে। পড়ুয়াদের টেক কেয়ার(দেখভাল) করতে হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রাতের বেলা বেরোতে দেওয়া উচিত নয়। বিশেষ করে ছোট মেয়েদের। নিজেদের রক্ষা করতে হবে। বিশেষ করে জঙ্গল এলাকায়।’’
মুখ্যমন্ত্রীকে নিশানা করে সেলিম বলেন, আরজি করের ঘটনা থেকেও মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসন কোন শিক্ষা নেই। প্রশাসনের মধ্যে কোন অপরাধ বোধ নেই। একটা প্রগতিশীল রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও এই ধরনের কথা বলতে পারে না। সিপিআই(এম) রাজ্য সম্পাদক বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েছে প্রতিটা নির্যাতনের ঘটনার পর মহিলাদের দোষ দেয়। মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা অপরাধীদের সাহস বাড়ায়।’
সেলিম বলেন, ‘রাম মোহন রায়, বিদ্যাসাগররা যেই পথ দেখিয়েছিল মুখ্যমন্ত্রী তার উল্টো পথে হাঁটছে।’ তিনি বলেন, ‘পুলিশকে দলীয় কাজে ব্যবহার করছে তৃণমূল। থানা থেকে মুখ্যমন্ত্রী অপরাধীকে ছাড়িয়ে এনেছেন। গোটা পুলিশ ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাত ১২টার পর ঘটনাটি ঘটেছে। বিভিন্ন তথ্য প্রমাণে লক্ষ করা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বলা সময়ের অনেক আগেই ঘটেছে এই ঘটনা। সেলিম বলেন, ‘মমতা দূর্গাপুর নিয়ে প্রথম থেকেই মিথ্যা কথা বলছে। কেন ৩৬ ঘন্টা ঘন্টা সময় লাগলো রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নিয়ে বিবৃতি দিতে বা মুখ খুলতে।’
এদিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বলেছেন, “ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।” সেলিম এই প্রসঙ্গে বলেন, ‘দক্ষিণে বন্যা হলে বলেন ডিভিসির ছাড়া জলে বন্যা হয়েছে এখন বলছে ভুটানের জলে হয়েছে। বামপন্থীরা যখন নির্দিষ্ট ভাবে ক্ষতিপূরণের দাবি করছে তখন মমতা দৃষ্টি ঘোরাতে ভুটানের কথা বলছে। কেন্দ্রীয় সরকারের মতো প্রতিবেশী দেশের সাথে মমতা শত্রুতা করছে। ভুটানের সাথে অতীতে এই রাজ্যের সুসম্পর্ক ছিল।’
Salim
মুখ্যমন্ত্রীর মন্তব্যে তার মৌলবাদী চিন্তা ভাবনা প্রকাশ পাচ্ছে : সেলিম

×
Comments :0