SALIM

যা আরএসএস চায়, সেটাই এরাজ্যে লাগু করেন মমতা, ওয়াকফ প্রসঙ্গে বললেন সেলিম

রাজ্য

‘যা আরএসএস চায়, সেটাই লাগু করেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই সংসদে সিএএ, এসআইআর, ওয়াকফ কিংবা ওবিসি বিল নিয়ে নীরব থেকেছে তৃণমূল। আর বাইরে এসে তারা সাইনবোর্ড লাগান অন্য। চিৎকার করেন, নাটক করেন, আর মিডিয়ার সামনে অন্য কথা বলেন।’ রাজ্যে ওয়াকফ আইন চালু হওয়া প্রসঙ্গে বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শুক্রবার সিপিআইএম কোচবিহার জেলা দপ্তরে  মহান দার্শনিক ফেডেরিখ এঙ্গেলস এর ২০৬তম জন্ম দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন মহম্মদ সেলিম ছাড়াও ফেডেরিখ এঙ্গেলসের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরি, মীনাক্ষী মুখার্জি, অলকেশ দাস, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, পার্টির কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত প্রমূখ।
রাজ্যে চুপিসারে বাস্তবায়ন শুরু হচ্ছে ওয়াকফ আইন, এদিন এই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, ‘ওয়াকফ নিয়ে গোটা দেশে যে দুর্নীতি হয়েছে, তাকে রোধ করার জন্য এরাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন কেপিসি রিপোর্ট করা হয়েছিল। আসলে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সম্পত্তিকে নষ্ট করতে চায়। ওয়াকফের সব জমি নিয়ে তারা দিতে চায় আদানি, আম্বানি সহ কর্পোরেটদের। এরাজ্যে মমতা ব্যানার্জি যেমন চা বাগানের জমি, চরের জমি, বাঁধের জমি, জঙ্গলের জমি সব সাফ করছেন। তেমনি আমাদের রাজ্যে  রাজ্যে প্রায় প্রত্যেকটি জেলা শহরে ওয়াকফের জমি দেদার দখল করছেন তৃণমূলের নেতারা। বর্ধমান, ইংরেজবাজার, বহরমপুর একাধিক জায়গায় এই ঘটনা ঘটছে। এমনকি এর থেকে বাদ নেই কোচবিহার জেলাও। এখনও ওয়াকফ আইন পাস হয়নি। সুপ্রিম কোর্টে এনিয়ে মামলা চলছে। অথচ এরাজ্যে চুপিসারে তা লাগু করছেন মুখ্যমন্ত্রী। আসলে মমতা ব্যানার্জি এটাই করেন, তিনি সামনে দেখান সিংহের মত চিৎকার করছেন। আর যখনই দেখেন দুর্নীতির কেস সামনে আসছে, তখনই দিদি মিঁউ মিঁউ করে ভেজা বেড়ালের মত আচরণ করেন। তখন তৃণমূল কে, আর বিজেপি কে? সেটা বোঝা যায় না।’

উল্লেখ্য ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের যেই মামলা হয়েছে তার অংশ হিসাবে রয়েছেন মহম্মদ সেলিম।

Comments :0

Login to leave a comment