প্রশ্নপত্র ফাঁসের জেরে চাকরির পরীক্ষা বাতিল হলো উত্তরাখণ্ডে। গত ২১ সেপ্টেম্বর হয় এই পরীক্ষা। ৪১৬টি পদে চাকরির জন্য পরীক্ষা দেন ১ লক্ষের বেশি চাকরিপ্রার্থী।
উত্তরাখন্ড সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশন জানিয়েছে তিন মাসের মধ্যে ফের পরীক্ষা নেওয়া হবে।
অভিযোগ, হরিদ্বারের একটি পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্রের তিনটি পাতা ফাঁস হয়ে যায়। রাজ্যের বিজেপি সরকার প্রথমে ধামাচাপা দিতে চাইলেও তীব্র আন্দোলন ছড়াতে থাকে।
চাকরিপ্রার্থীরা উত্তরাখণ্ড কর্মপ্রার্থী ইউনিয়নের ব্যানারে সংগঠিত হতে থাকেন। জোরালো বিক্ষোভের প্রভাব পড়ে সারা রাজ্যে। পরিস্থিতির জেরে প্রশ্নপত্র ফাঁসে সিবিআই তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয় প্রশাসন।
উত্তরাখণ্ড সাব-অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন কমিশনের সভাপতি জিএম মারতোলিয়া বলেছেন যে তদন্ত কমিশনের রিপোর্ট জমা পড়েছে।
তীব্র বিক্ষোভের জেরে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউসি ধ্যানির তদন্ত কমিশন গঠন করতে হয় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়েছে।
রাজ্যে দেরাদুন, হলদোয়ানির মতো বড় শহরে চাকরিপ্রার্থীদের নিয়ে সভা হয়। পরীক্ষা বাতিলের দাবিতে সরব থেকেছেন বেশির ভাগ চাকরিপ্রার্থী।
Uttarakhand Paper Leak
প্রশ্নপত্র ফাঁস, তীব্র বিক্ষোভে উত্তরাখণ্ডে বাতিল চাকরির পরীক্ষা

×
Comments :0