পাশ হয়নি স্বল্প মেয়াদি ব্যয় বরাদ্দ অনুমোদন বিল। এসব না হলেও আমেরিকার কেন্দ্রীয় প্রশাসনের বহু বিভাগের খরচ গিয়েছে আটকে। আমেরিকার এই ‘শাটডাউন’ চলছে দু’দিন ধরে।
স্বাস্থ্য বিমার কিস্তি বাবদ সরকারি খরচ বাড়ানোর দাবি মানেননি ডেমোক্র্যাট রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। খরচ না বাড়ালে বিল অনুমোদন করতে নারাজ বিরোধী ডেমোক্র্যাটরা।
ট্রাম্প প্রশাসন হুমকির সুরেই জানিয়েছে শাটডাউন চললে কয়েক হাজার সরকারি কর্মী ছাঁটাই হবে। প্রায় সাড়ে ৭ লক্ষ কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে।
ডেমোক্র্যাটরা বলছেন, প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার মেয়াদে কম আয়ের বিভিন্ন অংশের স্বাস্থ্য বিমার কিস্তি বাবদ খরচের ভার কমানো হয়েছিল। আইন করে খরচের একটি অংশ সরকার বইবে ঠিক হয়। কিন্তু ট্রাম্প সেই বরাদ্দ বাতিল করতে মরিয়া। এই বরাদ্দ না হলে বিমার কিস্তি বাবদ খরচ ডিসেম্বর থেকে লাফিয়ে বাড়বে।
শাটডাউন অব্যাহত থাকলে অন্য ক্ষেত্রেও বরাদ্দে সমস্যা হতে পারে।
আমেরিকার কংগ্রেসের দুই কক্ষে ট্রাম্পের রিপাবলিকান রা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু সেনেটে খরচের বিল পাস করানোর মতো সংখ্যা রিপাবলিকান দের নেই। প্রয়োজনের তুলনায় ৬০ সদস্য কম ট্রাম্পের।
USA
শাটডাউনে আমেরিকা, বিবাদের কেন্দ্রে স্বাস্থ্য বিমা

×
Comments :0